E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাহানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ

২০২৩ অক্টোবর ১০ ১৩:৫৮:৫৬
শাহজাহানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বিএনপির কেন্দ্রীয় নেতা নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় চার বছরের কারদন্ডের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুবর্ণচর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্চাসেবক দলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (৯ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়ার বাড়ীর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চরবাটা খাসের হাট রাস্তার মাথা এসে শেষ হয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দিন মেম্বার।
সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নুরুল হুদা।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, স্বেচ্চাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন শাকিল, শ্রমিক দলের আহবায়ক মঞ্জুরুল আখতার মঞ্জু, সদস্য সচিব আলমীর চৌধুরী,
উপজেলা ছাত্রদল আহবায়ক আলী আহসান মোঃ তারেক, সদস্য সচিব ইকবাল মাহমুদ রোহানসহ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্চাসেবকদল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদে সমাবেশে বক্তারা বলেন, আমাদের নেতা মোহাম্মদ শাহজাহানসহ ১৬ জনের বিরুদ্ধে আট বছর আগে রাজধানীর ভাটার থানায় দায়ের করা পুলিশের নাশকতার মামলায় সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে এ রায় ঘোষণা করেছে। আমরা এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, এ রায় শেখ হাসিনার রায়, ফ্যাসিবাদ সরকারের পতন ছাড়া আমরা রাজপথ ছাড়বোনা।

(আইইউএস/এএস/অক্টোবর ১০, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test