E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

২০২৩ অক্টোবর ১৫ ১৮:০৭:২৮
পাথরঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবসে বিভিবিন্ন কর্মসুচী পালন করেছে পাথরঘাটা জনস্বাস্থ্য বিভাগ। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে ও জনসচেতনতা বৃদ্ধিতে আজ রবিবার বেলা ১২ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মধ্যে স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে দিবসটি পালন করা হয়। বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’।

দিবসটি উপলক্ষে রেলী শেষে জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসানের সভপতিত্বে আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। তিনি বলেন,

জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্য সম্মত ও টেকসই স্যানিটেশন ব্যবস্থা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অপরিহার্য। ডায়রিয়া ও পানিবাহিত নানা রোগ থেকে রক্ষা পেতে স্যানিটেশন ব্যবস্থা ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস খুবই জরুরি।

বিশ্ব হাত ধোয়া দিবস পালনে সামাজিক আন্দোলন আরও বেগবান করতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে এগিয়ে আসার আাহ্বান জানিয়েছেন তিনি।

এসময় পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাসুদ রানা, পাথরঘাটা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিএম শাহ্ আলমসহ অনেকে। আলোচনা শেষে শিশুদের ব্যাবহারিক নিয়ম শিখিয়ে প্রত্যেকের মাঝে খাবার ও সাবান বিতরণ করেন।

(এটি/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test