E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি

২০২৩ অক্টোবর ১৫ ১৯:২১:২৪
ভৈরবে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ ভৈরবে মোহাম্মদ আবুল কালাম আজাদ নামে এক প্রবাসীর বাসা থেকে দুর্ধর্ষ চুরি অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় আজ রবিবার ভৈরব থানায় একটি লিখিত অভিডোগ করেছেন প্রবাসী মোহাম্মদ আবুল কালাম আজাদ এর স্ত্রী শিক্ষিকা আনার কলি। ঘটনাটি ঘটে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া শহীদ আইভি রহমান স্টেডিয়াম এর বিপরীত পার্শ্বে হাজী আব্দুস সাদেক মিয়ার বাড়ীর ভিতরে। আবুল কালাম আজাদ একজন দুবাই। প্রবাসী ও তার স্ত্রী আনার কলি উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের একটি বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

অভিযোগ সুত্রে জানা যায়, শশুরের মৃত্যুে ঘটনায় গত ৫ অক্টোবর শিক্ষিকা আনার কলি তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুরে শশুর বাড়ি যায়। গত ৮ অক্টোবর বাসায় এসে ঘুরে যান আনার কলি তখনও সব ঠিক ছিল। ১৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় স্বপরিবার নিয়ে স্টেডিয়াম এলাকায় নিজ বাসায় এসে তালা খুলে দেখতে পান পেছনের দিক দিয়ে টিন কেটে কে বা কাহারা চুরি করিয়া বাসায় রাখা স্বার্ণালংকারসহ প্রয়োজনীয় সর্বস্ব লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে প্রবাসীর স্ত্রী আনার কলি বলেন, ৫ তারিখে আমি সবাইকে নিয়ে শশুর বাড়িতে যায়। ৮ তারিখে আমি বাসায় এসে সব ঠিক পায়। ৯ তারিখ থেকে ১৪ তারিখের ভিতর যে কোন সময়ের মধ্যে চুরের দল আমার বাসায় রাখা নগদ সাড়ে তিন লক্ষ টাকা, ১৩ ভরি স্বর্ণালংকার, লেপটপ, টিভি আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র এমনকি ফ্রিজে রাখা খাবার পর্যন্ত লুট করে নিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমার লক্ষ লক্ষ টাকার মালামাল চুরের দল নিয়ে গেছে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মাকছুদুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(এসএসে/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test