E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুলিয়ারচরে শেখ রাসেল দিবস উদযাপিত

২০২৩ অক্টোবর ১৮ ১৮:৩৫:২৮
কুলিয়ারচরে শেখ রাসেল দিবস উদযাপিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস যথাযথ শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৮ অক্টোবর বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, কুলিয়ারচর থানা পুলিশসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে জয় ঝঊঞ ঈবহঃবৎ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পৌনে ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারওয়ার মহসিন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলতাফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।

এর আগে গত ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত আবৃত্তি, চিত্রাংকন, প্রেজেন্টেশন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(এসএস/এএস/অক্টোবর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test