E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাঁজা সেবনে ডেকে ইজিবাইক চালক সজীবকে হত্যা

২০২৩ অক্টোবর ১৯ ১৭:০৩:৪২
গাঁজা সেবনে ডেকে ইজিবাইক চালক সজীবকে হত্যা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের বেনাপোলে ইজিবাইক চালক সজীবকে গাঁজা সেবনের কথা বলে ডেকে নিয়ে গিয়ে গলাকেটে হত্যা করা হয়। এই ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে জড়িত ৪ জন আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, গেল ১৮ ই অক্টোবর সকাল অনুমানিক ৭ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন অডিডাগা সাকিনস্থ গয়ড়া টু বড়িভাঙ্গা গামী কাঁচা রাস্তার পার্শ্বে ছকোর খালে জনৈক তরিকুল ঢানীর ধানী জমি থেকে অনুমানিক ১৯ বছর বয়সের এক অজ্ঞাত যুবকের মৃতদেহ পেয়ে উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সংবাদ পেয়ে একই থানার গয়ড়া গ্রামের জনৈক সহিদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত লাশের পরিচয় তার বড় ছেলে সজীব গাজী (১৯) বলে জানায়। এসময় তিনি বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করলে। থানার মামলা নং ৩৭ তাং ১৮/১০/২০২৩ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর ও লোমহর্ষক হওয়ায় জেলার পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখার উপর তদন্তের ভার ন্যাস্ত করলে ডিবির উপ-পরিদর্শক মুরাদ হোসেন মামলার তদন্তভার গ্রহণ করে। তার নেতৃত্বে একটি চৌকশ টিম তদন্তে নেমে ১২ ঘন্টার মধ্যে হত্যার ঘটনার সাথে সরাসরি জড়িত ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন, গয়ড়া বড় আঁচড়ার লিটন আলীর ছেলে শামিম হোসেন ও সওদাগার আলীর ছেলে আশরাফুল আলম রাব্বি। তাদের২ জনকে বেনাপোল বল ফিল্ড এলাকা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুসহ আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে নিহতের নিকট থেকে নেওয়া ইজিবাইক বিক্রয়ের সহযোগীতার সাথে জড়িত আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় শার্শা বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ে টাকা পয়সা দেনা পাওনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইজিবাইক চালক সজিবকে হত্যা করেছে ঘাতকরা। সজীবকে মাদকদ্রব্য গাজা সেবনের কথা বলে ঘটনাস্থলে নিয়ে চাকু দিয়ে গলায় পোচ দিয়ে জবেহ করে হত্যা করা হয়েছে। তার লাশ ধান ক্ষেতে ফেলে দিয়ে ঘাতকরা ইজিবাইকটি নিয়ে গোপন করার উদ্দেশ্যে তাদের সহযোগীদের নিকট রাখে মর্মে জানা যায়।

ইজিবাইক বিক্রির সাথে জড়িত আসামিরা হলেন বড়আঁচড়া মাঠপাড়ার ইসমাইল হোসেনের ছেলে আজম হোসেন ও রাড়িপুকুর এলাকার রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর কবির। আটককৃত আসামিদের জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

(এসএ/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test