E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীবাড়িতে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

২০২৩ অক্টোবর ২২ ১৮:৫১:২৮
টঙ্গীবাড়িতে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে  ফিলিস্তিন মুসলিমদের উপর ঈসরাইলের বর্বোরচিত হামলার প্রতিবাদে ইমাম উলামা ঐক্য পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে আমতলী মাদ্রাসার ময়াদানে শনিবার ২১ অক্টোবর সকাল ৯ টার সময়  উপজেলার প্রতিটি মসজিদ ও মাদ্রাসা থেকে মুসল্লিরা সেখানে জড়ো হয়ে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

মোস্তফাগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ এর সভাপতিত্বে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন- হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন শাইখুল হাদীস সেরজাবাদ মাদ্রাসা, হযরত মাওলানাআব্দুল্ হান্নান সাহেব আড়িয়াল বাদশাহী মাদ্রাসা, মুফতি সা'দ সা'দী মোল্লা রাহেলা বেগম আদর্শ মহিলা মাদ্রাসা,মাওলানা আলী আসগর মটুকপুর মাদ্রাসা মুফতি আল আমীন আশরাফ মটুকপুর মোল্লাবাড়ী জামে মসজিদ,মাওলানা তাওহীদুল ইসলাম প্রিন্সীপাল রাহেলা বেগম মাদরাসা রাউতভোগ, মাওলানা রফিকুল ইসলাম মটুকপুর রাহমানিয়া তা'লীমুল কুরআন মাদরাসা।

আরো অন্যান্য উলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন। এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র ও মুসলিমগণ ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বোমা হামলার প্রতিবাদ করেন। উক্ত বিক্ষোভ মিছিলে প্রায় ৫০০০ হাজার থেকে ৬০০০ লোক অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি আমতলী মাদ্রাসা হতে বাহির হয়ে টঙ্গীবাড়ি বাজার বড়লিয়া হইয়া পুনরায় আমতলী মাদ্রাসায় ফিরে আসেন।

হরযত মাওলানা মুফতি সাইফুল্লাহ এসময় তার বক্তব্যে বলেন, আমরা মুসলমান আমাদের প্রথম কেবলা বাইতুল আক্বসা উপরে ইসরাইলের বর্বোরচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমাদের যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ থাকত আমরা শাহাদাতের তামান্না নিয়ে কাফনের কাপড় পরে শরীরের তাজা রক্ত দিয়ে সরাইলদেরকে প্রতিহত করতে দ্বিধা করতাম না। যেহেতু আমাদের ফিলিস্তিন যাওয়ার সুযোগ নাই সেহেতু আমাদের করনীয় হচ্ছে আল্লাহর দরবারে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করা। আল্লাহ তায়ালা যেন ফিলিস্তিনি ভাইদেরকে ইসরাইলিদে উপর বিজয় দান করেন। তিনি ইসরাইলিদের সকল পূণ্য বর্জন করার আহ্বান জানান।

এর আগে গতকাল উপজেলা প্রতিটি মসজিদে জুম্মা নামাজের পর ফিলিস্তিনী মুসল্লিদের জন্য দোয়া করা হয়।

(এনডি/এএস/অক্টোবর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test