E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো রাবেয়া

২০১৪ নভেম্বর ০৫ ১৬:০৩:৫০
রায়পুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো রাবেয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি : রাবেয়া আক্তারের সামনে এসএসসি পরীক্ষা। কিন্তু তার অসম্মতিতে মা বিয়ের সকল আয়োজন সম্পন্ন করায় মেয়েটির মন ভেঙ্গে যায়। এলাকাবাসীর সংবাদ পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম ঘটনাস্থল গিয়ে তাৎক্ষনিক বিয়ে বন্ধ করে মেয়টিকে এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন।

ঘটনাটি ঘটে পৌর শহেরর বুধবার দুপরে পৌর সভার ১নং ওয়ার্ডের র্পূবলাচ গ্রামের গাংপাড় এলাকার বেপারী বাড়ীতে। রাবেয়া ওই এলাকার প্রবাসী আলী আহম্মেদের মেয়ে ও একই এলাকার মোহাম্মদ উল্যা মাওলানা মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চরমোহনা ইউনিয়নর ব্যবসায়ী দুলালের ছেলে রুবেলের সাথে র্পূবলাচ গ্রামের প্রাবাসী আলী আহম্মেদের মেয়ে রাবেয়া আক্তারের সাথে বুধবার দুপুরে বিয়ে দিন ধায্য করা হয়। রাবেয়ার সামনে এসএসসি পরীক্ষা থাকায় সে বিয়েতে রাজি ছিলো না। খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম এসে বিয়েটি বন্ধ করে মেয়েটিকে এসএসসি পরীক্ষার সুযোগ করে দেন।

পরীক্ষার্থী রাবেয়া বলেন, আমার এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু মা আমার অসম্মতিতে বিয়ে ঠিক করেন এবং সকল আয়োজন সম্পন্ন করেন। এতে আমার মন ভেঙ্গে যায়। বিয়েটি বন্ধ করে পরীক্ষার সুযোগ করে দেওয়ায় ইউএনও এবং সাংবাদিকদের ধন্যবাদ জানায় সে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, মেয়েটির সামনে এসএসসি পরীক্ষা বাদ দিয়ে তার অভিভাবকরা বিয়ে ঠিক করেন। সে বিয়ে না করে পরীক্ষা দিতে ইচ্ছুক তাই এ বিয়ে বন্ধ করা হয়েছে।

(এমআরএস/এএস/নভেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test