E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৭, আহত ২ শতাধিক

২০২৩ অক্টোবর ২৩ ১৮:৩২:০৪
ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৭, আহত ২ শতাধিক

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ভৈরব যাত্রা বিরতির পর ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্ততপক্ষে ২ শতাধিক। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৭ তে দাঁড়িয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধারকারী রিলিপ ট্রেন দুর্ঘটনা কবলিত স্থলে আসতে পারেনি।

রেলওয়ে বিভাগ থেকে জানা গেছে উদ্ধারকারী রিলিপ ট্রেন রওনা দিয়েছে। আসতে আরো আধাঘণ্টা সময় লেগে যেতে পারে। এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ও নিহতদের খোঁজ খবর নিচ্ছেন। নিহতের লাশ দাফন ও সৎকারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দিয়েছেন।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নেয়াখালী, ঢাকা-সিলেটসহ পূর্বাঞ্চল জোনের সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খুব শীঘ্রই উদ্ধার কর্মকাণ্ড চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাগণ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি ৩টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় আউটার সিগনালের কাছাকাছি ঢাকা থেকে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি উল্টে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭৩ জনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জন মারা গেছেন। গুরুতর আহতদের মধ্যে ৩১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ভৈরব ফয়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকৃত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনের মতো। এখন পর্যন্ত বগির চাপায় অনেকেই আছেন। দুর্ঘটনায় কবলিত বগিগুলি উদ্ধার করা হলে ঘটনাস্থল থেকে আহত বা নিহত ব্যক্তি পাওয়া যাবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে সংকোলান না হওয়ায় ওয়ার্ডে ও বারান্দায় রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুর্ঘটনা কবলিতস্থলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, রেলওয়ে কর্মী, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তাকর্মীরা উদ্ধার তৎপরতা ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আলীম হোসেন সিকদার। দুর্ঘটনায় উল্টে যাওয়া বগিগুলোর নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা দেখছেন উদ্ধারকর্মীরা। বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে আছেন ঘটনাস্থলে। দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নিয়েছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ভৈরবের স্টেশন মাস্টার মো. ইউসুফের সঙ্গে কথা হলে তিনি ক্যামেরার সামনে আসতে রাজি হননি। তিনি জানান, ৬০৪ নাম্বার মালবাহী কন্টেইনার ট্রেন সিগন্যাল না মেনে প্রপার সিগন্যাল মেনে যাওয়া ৭৫০ এগারোসিন্দুর গোধুলী ট্রেনকে পিছন থেকে ধাক্কা দেয়।

অপরদিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা জানিয়েছেন হাসপাতালে এ পর্যন্ত ৭৩ জনের মতো রোগী ভর্তি হয়েছে। কর্তব্যরত ডাক্তারগণ তাদের যথাসাধ্য রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। আমাদের হাসপাতালে এসে এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহতদের মধ্যে ৩৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। আমি ও আমার পুলিশ সদস্যরা ঘটনাস্থলেই আছি।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন যারা নিহত হয়েছেন তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফন কাফন ও সৎকারের জন্য ২৫ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। আমিসহ জেলা প্রশাসনের অনেক কর্মকর্তা ঘটনাস্থলেই রয়েছেন। পরবর্তীতে কি প্রয়োজন হয় সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টা ১৮ মিনিটেও উদ্ধারকারী রিলিপ ট্রেনটি দুর্ঘটনা কবলিত স্থলে এসে পৌঁছায়নি।


(এসএস/এএস/অক্টোবর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test