E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালকিনিতে ইভটিজিংয়ে বাধা দেয়ায় শতাধিক চারাগাছ কর্তন

২০১৪ নভেম্বর ০৫ ১৬:৩৪:১০
কালকিনিতে ইভটিজিংয়ে বাধা দেয়ায় শতাধিক চারাগাছ কর্তন

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার গোপালসেন গ্রামে একটি বিয়ে বাড়িতে গিয়ে আনন্দ উল্লাস করার নামে মেয়েদের ইভটিজিং করে পার্শ্ববর্তী কমলাপুর গ্রামের কিছু বখাটে যুবক। এ সময় গ্রামবাসী তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা চলে যাওয়ার সময় শতাধিক বনজ ও ফলজ কাছ কর্তন করে ক্ষতি সাধন করে।

মঙ্গলবার দিবাগত রাতে এঘটনা ঘটানো হয় এবং সকালে কেটে ফেলা গাছের ডালপালা নিয়ে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী। গ্রামবাসী জানায়, আইসার ও গোপালসেন গ্রামে কোন সামাজিক অনুষ্ঠান করা হলে নিমন্ত্রণ না করা হলেও কমলাপুর গ্রামের বখাটে যুবক নুরু মুন্সি, সাকিল মুন্সি, জামাল মুন্সি, তপু মুন্সি, রুবেল চৌকিদারসহ ২৫/৩০জন এসে গ্রামবাসীদের ভয়ভিতি দেখিয়ে জিম্মীকরে দিনের পর দিন মেয়েদের ইভটিজিং করে আসছে। আর তাদের বাধা দিলেই প্রতিপক্ষ গ্রামবাসীদের মারপিট করাসহ গাছ ও ফসল নষ্ট করে ক্ষতি সাধন করে।

ডাসার থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক বলেন এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

(এএসএ/এএস/নভেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test