E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

২০২৩ অক্টোবর ২৬ ১৪:১৪:১০
ভৈরবে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রেল মন্ত্রণালয়ের রেলপথ বিভাগের তদন্তদল। আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির আহ্বায়ক রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (অডিট ও আইসিটি) হাসান মাহমুদ বলেন, সকল ধরণের অভিযোগ আমরা আমলে নিয়েছি। দুর্ঘটনার পর মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির অংশ হিসেবে আজ আমরা দুর্ঘটনাস্থলে পরিদর্শন করছি। আমরা যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ করার পর এর সাথে যারা জড়িত আমরা তাদের বক্তব্য গ্রহণ করব। প্রত্যেকটা বিষয়ে আমরা পর্যালোচনা করছি। পর্যালোচনা করেই আমরা প্রতিবেদন প্রস্তুত করব। যথাসময়েই তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহা-পরিচালক (অপারেশন) এ এম সালাহ উদ্দীন, যুগ্ম-মহাপরিচালক (মেকানিক্যাল) তাবাসসুম বিনতে ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব (ভূমি) মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিসটিই (টেলিকম) সাহাদুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার ডা. রিপন চন্দ্র দাস ও সদস্য সচিব উপ-সচিব (প্রশাসন-৬) মো. তৌফিক ইমাম। এছাড়াও ভৈরব রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৩ অক্টোবর সোমবার বিকালে ভৈরবের জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস (গোধুলী) ট্রেনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষে ১৮ জন নিহত ও শতাধিক আহত হন। দুর্ঘটনায় এগারসিন্দুর ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় মালবাহী ট্রেনের চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

(এসএস/এএস/অক্টোবর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test