E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত শিশুর পরিবারের খোঁজ মিলেছে

২০২৩ অক্টোবর ২৬ ১৪:১৭:২৮
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত শিশুর পরিবারের খোঁজ মিলেছে

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আহত শিশু রবিউল (১০) এর পরিবারের খোঁজ মিলেছে। রবিউল ঢাকা মিরপুর ১ নাম্বার শাহআলী থানা চিড়িয়াখানা রোড এলাকার মো. মিলন মিয়ার ছেলে। ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ জানান, সকাল ১১টায় ভৈরব থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা, উপজেলা সমাজ সেবা অফিসার রিফফাত জাহান ত্রপা, আবাসিক মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার ধর এর সামনে রবিউলকে তার পিতা মিলন মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে রবিউলের বাবা মিলন মিয়া জানান, মিরপুর ১ শাহআলী থানা চিড়িয়াখানা রোড এলাকায় তিন ছেলেকে নিয়ে বসবাস করেন তিনি। কিছুদিন আগে রবিউলের মা মৃত্যুবরণ করেছেন। রবিউলকে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল। সে লেখা পড়া করতে চাই না। তারা তিন ভাই। বড় ছেলে মিরা (১৩) ও ছোট ছেলে তামিম। রবিউল মেঝো। তিনি মিরপুর ৮ নাম্বারে একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন।

তিনি বলেন, ২২ অক্টোবর রোববার দুপুরে আমি রবিউলকে গোসল করানোর পর সে বাড়ির পাশে খেলতে আসে। তিন বন্ধুর সাথে খেলতে বের হয়ে হারিয়ে যায়। পরে বন্ধুদের মাধ্যমে জানতে পারি মেট্রো রেলে সে বিমান বন্দর চলে আসে। ছেলে হারানোর বিষয়টি ২২ অক্টোবর রাতে মিরপুর থানায় জিডি করতে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার জানান ১ দিন অপেক্ষায় থাকেন দেখেন ছেলে ফিরে আসে কি না। ২৫ অক্টোবর থানার ওই এসআই জানান, ভৈরবে আমার ছেলেকে পাওয়া গেছে। পরে তার মাধ্যমে যোগাযোগ করে রাত ১১টায় ভৈরবে আসি।

এ বিষয়ে দুর্ঘটনার পর তিনদিন থেকে রক্ষণাবেক্ষনে রাখা নার্স জান্নাত বেগম বলেন, রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল রবিউলকে। চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখেন। ওই সময় তার সাথে কাউকে খোঁজে পাওয়া যায়নি। পরদিন সুস্থ্য হলে তারা রবিউলের কাছে জানতে পারি সে ঢাকার বাসিন্দা। কিন্তু সঠিক ভাবে কিছু বলতে পারেনি। তবে রবিউল বলেছে তার দাদা-দাদী তাকে মারধোর করে তাই সে বাসা থেকে পালিয়ে এসেছে।

উল্লেখ্য, ২৩ অক্টোবর সোমবার বিকালে ভৈরবের জগন্নাথপুর রেলক্রসিং এলাকায় ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস (গোধুলী) ট্রেনের সঙ্গে বিপরিত দিক থেকে আসা কন্টেইনারবাহী একটি ট্রেনের সংঘর্ষে ১৮ জন নিহত ও শতাধিক আহত হন। দুর্ঘটনায় এগারসিন্দুর ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়।

(এসএস/এএস/অক্টোবর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test