E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লা শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাখের ব্রত পালন ও প্রদীপ প্রজ্জ্বলন উৎসব

২০১৪ নভেম্বর ০৫ ১৮:২৮:২৯
কুমিল্লা শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাখের ব্রত পালন ও প্রদীপ প্রজ্জ্বলন উৎসব

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : বিগত ২২ বছরের ধারাবাহিকতায় কুমিল্লায় ঈশ্বরপাঠশালার মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাখের ব্রত পালন ও প্রদীপ প্রজ্জ্বলন উৎসব। প্রতি বছর কার্ত্তিক মাসের ১৫ তারিখের পর শনিবার ও মঙ্গলবার কুমিল্লায় রাখের ব্রত পালিত হয়ে থাকে। প্রতিবারের ন্যায় এবারো হাজারো ব্রতী ও দর্শণার্থীর উপস্থিতিতে মিলন মেলায় রূপ নিয়েছে কুমিল্লার মহেশাঙ্গণ।

ধর্মীয় আচার অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের রয়েছে ১২ মাসে ১৩ পার্বন, এমনই একটি ঐতিহ্যবাহী প্রার্থনা উৎসব রাখের ব্রত ও প্রদীপ প্রজ্জ্বলন। রাজধানী ঢাকার বাইরে শুধুমাত্র কুমিল্লা মহানগরীর ঐতিহ্যবাহী মহেশাঙ্গণ নাট মন্দিরে ব্যাপক আয়োজনে পালন করা হয় এ প্রার্থনা উৎসব। রীতি অনুযায়ী ব্রত পালনের আগের দিন রাত্র থেকে নিয়ম পালন করে সন্ধ্যায় আরাধনা ও প্রদীপ জ্বালিয়ে এই ব্রত শেষ করা হয়।

এ বছরও দুই সহস্রাধিক ব্রতি ও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগমে মুখরিত হয়ে ওঠেছে মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণ।


ঘিয়ের প্রদীপ, ফুল, বেলপাতা, ধুপকাঠি, মোমবাতি এবং ভোগ নিবেদনের জন্য ফল-ফলাদিযুক্ত একখানা ভোগের বাটা ও দক্ষিণাসহ এই উৎসবে অংশগ্রহন করেন ব্রতিরা। শ্রী শ্রী লোকনাথ স্মৃতি অর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের আয়োজন কুমিল্লায় ব্যাপক ভাবে এবছর অনুষ্ঠিত হচ্ছে এ প্রার্থনা উৎসবটি। এ উপলক্ষে মহেশাঙ্গণে মেলা বসেছে। শিশুদের খেলনা, ধর্মীয় পুস্তক, ভোগের সামগ্রীসহ বাহারী সামগ্রী মেলায় স্থান পেয়েছে।

শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র আদর্শ অনুসাওে পূণ্যার্থীরা নিজের ও দেশ-জাতির মঙ্গল কামনা করে আগামী শনিবার ব্রত পালনের মধ্য দিয়ে শেষ হবে এবছরের ব্রত উৎসব।

(এইচকেজে/এএস/নভেম্বর ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test