E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অতিষ্ঠ  হয়ে মোহন গাজীকে বেঁধে পুলিশে দিলেন এলাকাবাসী

২০২৩ অক্টোবর ২৭ ১৮:৪২:০৪
অতিষ্ঠ  হয়ে মোহন গাজীকে বেঁধে পুলিশে দিলেন এলাকাবাসী

বরগুনা জেলা প্রতিনিধি : নারীদের দেখলেই করেন অকথ্য ভাষায় গালাগালি ও অশ্লীল অঙ্গভঙ্গি। কখনো হঠাৎ করেই কাউকে আবার রাস্তায় কিংবা ঘরের মধ্যেই মারধর শুরু করেন মোহন গাজী নামের এল যুবক। একটু পাগলাটে স্বভাবের হলেও এলাকাবাসী বলছেন তিনি সম্পূর্ণ সুস্থ। বড় ভাইয়ের পরামর্শেই নাকি পাগলামি করছেন তিনি, এমনটাই দাবী এলাকাবাসীর।

আটক মোহন গাজী সদর উপজেলার ৯নং এম বালিয়াতলী ইউনিয়নের জেলখানা গ্রামের আনসার গাজীর ছেলে।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে দশটার সময় জেলখানা গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে মঞ্জু গাজী তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় এসে মোহন গালাগালি শুরু করে। এসময় রাস্তার পাশে থাকা একটি রেইনট্রি গাছ ভেঙে ধাওয়া করে তার ঘরে উঠিয়ে এলোপাথারি ভাবে মারতে থাকে মোহন। এসময় মঞ্জু গাজীর দুই বাহুতেই কামড় দেয় মোহন। মঞ্জুর ডাক চিৎকারে এলাকার লোকজন এসে মঞ্জুকে মোহনের মারের হাত থেকে রক্ষা করে। এসময় মোহনের চাচাসহ এলাকার লোকজন একত্রিত হয়ে মোহনকে ধরে গাছের সাথে বেঁধে রাখে। পরে থানায় ফোন দিয়ে মোহনকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।

জেলখানা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দারা জানান, মোহন দীর্ঘদিন যাবৎ তার বড় ভাইয়ের পরামর্শে এমনটি করে আসছে। এলাকার নারীদের দেখলে অকথ্য ভাষায় গালাগালি করে। এমনকি রাতে মহিলারা প্রকৃতির ডাকে সাড়া দিতে নামলে সেখানেও শ্লীলতাহানির চেষ্টা করে মোহন। এসময় মোহনের বিচারের দাবী জানান তারা।

মোহন গাজীর পরিবারের লোকজনের সাথে বাড়িতে গিয়ে যোগাযোগ করার চেষ্টা করেও, বাড়িতে কেহ না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ওতো (মোহন গাজী) পাগল, মানসিক রোগী, ওকে চিকিৎসা হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য ওর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।

(এএস/এসপি/অক্টোবর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test