E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ আহত ১০

২০২৩ অক্টোবর ৩১ ১২:২০:৫২
বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ আহত ১০

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বিএনপি-জামায়াতের ডাকা সর্বাত্মক অবরোধ কর্মসূচীকে বানচাল করতে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়েছেন ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ৩১ অক্টোবর মঙ্গলবার ভোর ৬টা থেকে উপজেলা আওয়ামী লীগ সাধরণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর নেতৃত্বে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিভাস্কর্য দুর্জয় পাদদেশে অবস্থান নিয়েছেন সকল নেতৃবৃন্দ।

এদিকে সকাল ৭টায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি হাজী শাহীন ও উপজেলা যুবদল সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুজন এর নেতৃত্বে সড়কে অবরোধ করতে ককটেল নিক্ষেপ করেন। এ সময় তাঁদের বাধা দেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও তার কর্মী সমর্থরা। পরে আওয়ামী লীগ-বিএনপি’র সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ উভয় পক্ষের ১০ জন আহত হোন।

এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আতিক আহমেদ সৌরভের কর্মী সমর্থকরা ভৈরব কমলপুর বাসস্ট্যান্ড বিএনপি’র অস্থায়ী কার্যালয় ও যুবদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজনের বাড়িঘর ভাঙচুর করেন।

পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। এক দল দুষ্কৃতিকারী মহাসড়কে ককটেল নিক্ষেপ করে অবরোধ করতে গেলে আমরা বাধা দেই। এতেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম।

অবরোধ ঠেকাতে পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক অরুণ আল আজাদ, মো. ইকবাল হোসেন, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক আল আমিন সৈকত, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শামীম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক রাকিব রায়হানসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সাত ইউনিয়ন ও উপজেলার অসংখ্য নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়েছেন।

(এসএস/এএস/অক্টোবর ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test