E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

২০২৩ নভেম্বর ০১ ১৮:২০:০২
পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের আইনুল হক (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আইনুল হক তেঁতুলিয়া উপজেলার দক্ষিণকালিগঞ্জ এলাকার আকবর আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১ নভেম্বর) ভোর রাতে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশেমগঞ্জ এলাকার ৪৪৮ নং পিলারের কাছে ভারতের অভ্যন্তরের ফকিরগঞ্জ গ্রামের সীমান্তে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়,ও বুধবার ভোররাতে ওই সীমান্তে গুলির আওয়াজ শোনা গেছে।নিহতের আত্মীয় স্বজনরা ভারতের অভ্যন্তরে আইনুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার পর মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে নিশ্চত করেছেন বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল যুবায়েদ হাসান বলেন, "বিএসএফ এর সাথে পতাকা বৈঠক হয়েছে,তারা নিহত আইনুল হকের লাশ ফেরৎ দেওয়ার আশ্বাস দিয়েছে।"

(এআর/এসপি/নভেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test