E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আনন্দ-অশ্রুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলো সুবিধাভোগী ঝিকরগাছাবাসি

২০২৩ নভেম্বর ০১ ১৯:৩১:১৬
আনন্দ-অশ্রুতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলো সুবিধাভোগী ঝিকরগাছাবাসি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের ঝিকরগাছায় সরকারি সুবিধাভোগীদের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় বিএম হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন যশোর -০২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাঃ মোঃ নাসির উদ্দিন এমপি।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশীদ ও একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হুসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, নাভারণ খ-সার্কেল’র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রশিদুল আলম, সিনিয়র মৎস্য অফিসার এসএম শাহজাহান সিরাজ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টিএম মেজবাহ উদ্দিন, ঝিকরগাছা সরকারি এম.এল.মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দসহ সরকারের সকল পর্যায়ের সুবিধাভোগীরা।

এসময় স্থানীয় সাংসদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের উন্নয়নের ছোঁয়া মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের স্বার্থে কি না কি করেছে তার প্রমাণ আপনারা নিজেরাই। আপনাদের পাশে সর্বদা প্রধানমন্ত্রী আছে এবং থাকবে। এটাকে বাস্তবে রূপ দিতে হলে আবারও আপনাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সরকারি সুযোগ সুবিধা পাওয়া সাধারণ খেটে খাওয়া মানুষেরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মনোভাব ব্যক্ত করেন। এসময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।অনেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে চোখের পানি আটকে রাখতে পারেনি।

(এসএমএ/ এএস/নভেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test