E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বরগুনায় আবরোধের শেষদিনে ট্রাক ভাঙচুর অগ্নিসংযোগ

২০২৩ নভেম্বর ০২ ১৯:২১:৫২
বরগুনায় আবরোধের শেষদিনে ট্রাক ভাঙচুর অগ্নিসংযোগ

বরগুনা জেলা প্রতিনিধি : বিএনপির চলমান অবরোধের ৩য় ও শেষ দিনে বরগুনায় চলন্ত ট্রাক থামিয়ে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও ট্রাকটিতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর আড়াটার দিকে সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের সোনারবাংলা নামক স্থানে এ ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

ট্রাক চালক মনির বলেন, আমি চট্রগ্রাম থেকে ট্রিপ নিয়ে বরগুনার উদ্দেশ্য আসার সময় সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের সোনার বাংলার মোড়ে পৌছালে পাশের বাগান থেকে ৭-৮ জন তরুন যুবক দ্রুত ছুটে এসে আমার গাড়ীর সামানের গ্লাসে এলোপাথাড়ি ইট মারতে থাকে। এসময় দুজন যুবক ছুটে এসে চড় থাপ্পর মেরে আমাকে গাড়ী থেকে নামিয়ে তাদের হাতে থাকা লাঠিতে পেট্রোলে ভেজানো কাপড়ের তৈরি মাশাল দিয়ে গাড়ীর কেবিনে আগুন লাগিয়ে দিয়ে আবার দৌড়ে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা বলেন, ট্রাকে আগুন দেওয়ার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের সনাক্ত করে আমরা দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো। তবে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ছিলো। রাস্তার মোড় ও স্থানটি নির্জন থাকায় এখানে এমনটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনের কেন্দ্রিয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে বিএনপি। মহাসমাবেশে ৩১ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপি অবরোধের ডাক দেয় বিএনপি। অবরোধকে ঘিরে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে দেশের অন্যান্য জেলার মতই আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছিলো ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

(এএস/এসপি/নভেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test