E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

২০২৩ নভেম্বর ০৩ ১৫:০৩:২১
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হলো নীলফামারীতে। দিবসটি পালন উপলক্ষে নীলফামারী জেলা আওয়ামী লীগ সূর্যদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকার সাথে কালো পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেছে।

সকাল ৯ টা থেকে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমবেত হতে থাকে। এরপর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হকের নেতৃত্বে নেতা-কর্মীরা মিছিল নিয়ে শহরের বঙ্গবন্ধু চত্বরে গিয়ে উপস্থিত হয়। জেলা আওয়ামী লীগের জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকতার সূচনা হয়।

এ সময় ৩ নভেম্বর কারাঅভ্যন্তরে নিহত জাতীয় চার নেতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এরপর একে একে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতির পিতা ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর মহান মুক্তিযুদ্ধসহ সকল সংগ্রামে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু।

(ওআরকে/এএস/নভেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test