E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবরোধ শেষের ঘন্টাখানিক আগে যশোরে বাসে আগুন

২০২৩ নভেম্বর ০৩ ১৫:৫৮:০৭
অবরোধ শেষের ঘন্টাখানিক আগে যশোরে বাসে আগুন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : টানা তিন দিনের অবরোধ শেষের ঘন্টাখানিক আগে যশোরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দূর্বত্তরা। বিএনপি-জামায়াতের ৭২ ঘন্টা অবরোধের শেষদিন বৃহস্পতিবার রাত পনে ১১টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। তবে পার্কিং করে রাখা বাসটিতে যাত্রী না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নেতারা জানান, বিআরটিসির এই যাত্রীবাহী বাসটি শুক্রবার সকাল ৭টায় মণিহার থেকে ভোলার চরফ্যাশানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। বৃহস্পতিবার রাতে বাসটি শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় এনে পার্কিং করে রাখেন চালক। এরপর গাড়িটিতে মোটরপার্টস তোলা হয়। পরে চালক ও হেলপার গাড়ি থেকে নেমে যান। রাত পনে ১১টার দিকে হঠাৎ করে গাড়ির পিছনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এরই মধ্যে বাসের সিংহভাগই পুড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে বাসের আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, বাসে আগুনের খবর পেয়ে পুলিশ, ডিবি, র‍্যাবসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা বাসের চালক, হেলপার, প্রত্যক্ষদর্শীসহ স্থানীয় শ্রমিকনেতাদের সাথে কথা বলেন।

বাসটির চালক মিলন হাওলাদার জানান, তিনি গাড়িটি পার্কিং করে রেখে গোসল করতে গিয়েছিলেন। এরই মধ্যে আগুনের খবর পেয়ে ছুটে আসেন। এসে দেখেন গাড়ির পিছন ও উপর দাউ দাউ করে আগুনে জ্বলছে।

গাড়ির হেলপার মাসুম বিল্লাহ বলেন, ভোলায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে পার্টসপাতি তোলার পর তিনি সামনের দিকে গিয়েছিলেন। এর মধ্যে লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে তিনি ফিরে এসে দেখেন বাসে আগুন জ্বলছে। কারা আগুন দিলো, বা কিভাবে আগুন ধরলো তা তিনি দেখেননি।

যশোর জেলা পরিবহণ সংস্থা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হারুণ অর রশিদ ফুলু জানান, বিআরটিসি বাসটি কাউন্টার থেকে একটু দূরে বিপরীত দিকে পার্কিং করে রাখা ছিলো। সেখানে তেমন লোকজনের উপস্থিতি ছিলো না। এরই মধ্যে বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে দূর্বত্তরা।

তিনি দাবি করেন, বিএনপি-জামায়াতের অবরোধের মধ্যে মণিহার এলাকায় যাতে কোনো নাশকতা না হয় সেদিকে শ্রমিকরা কড়া অবস্থানে ছিলো। এ কারণে যশোরে অবরোধের তেমন কোনা প্রভাব পড়েনি। এজন্য মরিয়া হয়ে বৃহস্পতিবার রাতে বিএনপি জামায়াতের ক্যাডাররা এ ঘটনা ঘটাতে পারে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, বিআরটিসি বাসে আগুন দেওয়ার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা বাসের চালক, হেলপারসহ প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যারা এই নাশকতার সাথে জড়িত তাদের চিহ্নিত করতে পুলিশ, ডিবি, র‍্যাব সবাই একযোগে কাজ শুরু করেছে। দ্রুতই তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

(এসএ/এসপি/নভেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test