E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কলাপাড়ায় মৎস্যজীবী নারীদের অধিকার আদায়ে গণশুনানী

২০২৩ নভেম্বর ০৩ ২১:৫৪:১১
কলাপাড়ায় মৎস্যজীবী নারীদের অধিকার আদায়ে গণশুনানী

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকার মৎস্যজীবী নারীদের স্বীকৃতি এবং পরিসেবা প্রাপ্তিতে অগ্রাধিকারের লক্ষ্যে গণশুনানী হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে এ গণশুনানীতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান।

উপজেলা নাগরিক ফোরামের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস ও ইউরোপীয় ইউনিয়ন, অক্সফাম ইন বাংলাদেশ এর অর্থায়নে এই গণশুনানীতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শামসুল আলম। স্বাগত বক্তব্য রাখেন এনএনএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। প্যানেল আলোচক ছিলেন গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, অমল মুখার্জী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালুয়ার চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, নারী মৎস্যজীবী দলের বিভিন্ন ইউনিয়নের সভাপতি নাসরিন আক্তার, আমেনা আক্তার, রেশমা বেগম, রিণা আক্তার, রিতা আক্তার। বক্তারা নারী জেলেদের একটি তালিকা করে তাদের পরিচয়পত্র দেয়ার দাবি জানান। তাঁদেরকে জেলে কার্ডের আওতায় আনারও দাবি করা হয়। সর্বোপরি তাদের কাজের যথাযথ স্বীকৃতি দেয়ার দাবি করেন।

(এমকেআর/এএস/নভেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test