E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভার উপজেলা পরিষদ কার্যালয় ফটকে তালা ঝুলিয়ে ফেসবুক লাইভ

২০২৩ নভেম্বর ০৯ ১৮:০৩:১১
সাভার উপজেলা পরিষদ কার্যালয় ফটকে তালা ঝুলিয়ে ফেসবুক লাইভ

তপু ঘোষাল, সাভার : বিএনপিসহ বিরোধীদের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ কার্যালয়ের ফটকে ব্যানার ঝুলিয়ে ও তালা দিয়ে ফেসবুকে লাইভ করেছেন এক ছাত্রদল নেতা।

আজ বৃহস্পতিবার ভোরে সজীব রায়হান নামের ফেসবুক আইডি থেকে ১০ মিনিট ৩১ সেকেন্ডের ওই লাইভ ভিডিও প্রকাশ করা হয়। ইতোমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে।

লাইভ করা ভিডিওর ওই যুবক ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান।

ভিডিওটিতে দেখা গেছে, ছাত্রদল নেতা সজীব বিএনপি নেতাদের ছবি সম্বলিত একটি ব্যানার উপজেলা পরিষদের ফটকে ঝুলিয়ে তালা দিচ্ছেন। আরেকজন মোবাইলে এই ভিডিও ধারণ করছেন। পরবর্তীতে লাইভ অবস্থায় একটি মোটরসাইকেলে উঠে দ্রুত উপজেলা চত্বর ত্যাগ করেন ওই ছাত্রদল নেতা ও তার সহযোগী।

এ সময় মোটরসাইকেলের ওপর থেকেই লাইভে বিএনপি নেতা সজিব বলেন, ‘অবশেষে অবরোধের দ্বিতীয় দিনে সাভার উপজেলা পরিষদ ভবনের ফটকে জাতীয়তাবাদী ছাত্রদল তালা লাগিয়ে দিয়েছে। ওবায়দুল কাদের আপনাকে বলতে চাই। আপনারা এই দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারছেন না। আপনারা অতি দ্রুত পদত্যাগ করুন।’

সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, ‘যদি এক দফা দাবি সমর্থন করেন। তাহলে ওই তালা খুলবেন না। আর যদি সমর্থন না করেন ক্ষমতার বড়াই দেখান, তবে বলতে চাই আমার হাতে চাবি আছে। এই চাবিটি নিয়েই ওই তালাটি খুলবেন। আমি পরবর্তী কর্মসূচিতে এই চাবি দেখাব। যদি সুযোগ হয় এর মধ্যেই চাবিটি খোঁজে নেবেন।’

যে ভবনে তালা ও ব্যানার ঝুলানো হয়েছে তার দ্বিতীয় তলায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের দাপ্তরিক কার্যালয় রয়েছে।

এ বিষয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল আলম রাজীব বলেন, ‘এটি একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির জন্য করা হয়েছে। ওই মাদকসেবী ভোর বেলা আইসা, ওগো নেতা আছে তারেক রহমান, সে নাকি শুধু ভিডিও পাঠাতে বলে। তো সেই ভিডিওতে আমাদের নামে বদনাম করলে একটু ভালো বীর খেতাব পায়।’

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘সকালে আমাদের পরিছন্নকর্মীরা পরিষদ ভবনের সামনে গেটে এলে তারা একটি ব্যানার ও একটি চাবিসহ তালা গেটের পাশে পড়ে থাকতে দেখে। পরে সেটিকে সংগ্রহ করে তারাই রেখে দিয়েছে বলে আমাকে জানানো হয়েছে। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে, তবে বিষয়টি আমরাও তদন্ত করে দেখছি আসলে কী হয়েছে।’

(টিজি/এসপি/নভেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test