E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে শিক্ষার্থীদের এক ঘন্টার অবরোধের মুখে একতা এক্সপ্রেস ট্রেন

২০২৩ নভেম্বর ১৩ ১৫:১২:৫২
দিনাজপুরে শিক্ষার্থীদের এক ঘন্টার অবরোধের মুখে একতা এক্সপ্রেস ট্রেন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের ছাত্রের সাথে ও সৌজন্যমূলক আচরণ করার প্রতিবাদে দিনাজপুর রেল স্টেশনে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধের মুখে প্রায় এক ঘন্টা আটকে ছিলো একতা এক্সপ্রেস টেন।

রবিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৮ টা থেকে ৯টার মধ্যে দিনাজপুর রেল স্টেশনে ঘটেছে ঘটনা। ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস টেন আটকে রাখে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিক্ষপদের শিক্ষার্থীরা। এতে বিপাকে পড়ে যাত্রীরা।

দিনাজপুর রেল স্টেশন সুপার মো. জিয়াউর রহমান বিষয়টি রেল এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পরে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্না আল মামুন সহ পুলিশের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছান। উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উত্তেজিত শিক্ষার্থীদের আশ্বাস দেয়া হয়, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে দোষী সাব্যস্ত রেলওয়েব টি টি বিশ্বজিতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে দিনাজপুর থেকে: দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

(এসএএস/এএস/নভেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test