E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

২০২৩ নভেম্বর ১৬ ১২:৩৬:০২
সাভারে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

তপু ঘোষাল, সাভার : আগামী ৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। তফসিল ঘোষণা উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণে নির্বাচনের এ তারিখ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এদিকে, এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকার সাভারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।

বুধবার (১৫ নভেম্বর) রাতে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এর নেতৃত্বে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজালাখ ফার্ম এলাকা থেকে আনন্দ মিছিল শুরু হয়। আনুমানিক পাঁচ হাজার নেতাকর্মীর স্বত:স্ফুর্ত অংশগ্রহনে মিছিলটি সাভার সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মো: লিয়াকত হোসেন, আমিনবাজার ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ, বনগাঁও ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম প্রমুখসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, আজ বিকেল পাঁচটায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ৩৬তম বৈঠকে বসেন কমিশন। সেখানেই নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়। পরে সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হয়। ভাষণে তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় তিনি সংবিধান ও আইনের আলোকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞাও ব্যক্ত করেন।

আরও উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, তার আগে ৯০ দিনের মধ্যে ভোট হতে হবে। সেই হিসাবে গত ১ নভেম্বর নির্বাচনের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

(টিজি/এএস/নভেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test