E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে তেল চুরির ঘটনায় আটক ৪

২০২৩ নভেম্বর ২৫ ১৯:১৯:২০
দিনাজপুরে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে তেল চুরির ঘটনায় আটক ৪

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ভারতের শিলিগুড়িস্থ মার্কেটিং রেল টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত আসা ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনে তেল চুরি অপচেষ্টার ঘটনায় চারজন কে আটক করা হয়েছে। এ খবরে ব্যাপক তোলপাড় চলছে। দিনাজপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পার্বতীপুর রিসিপ টার্মিনাল অফিসার (আরটি) প্রবীর হীরা জানিয়েছেন, শুক্রবার ভোর ৪টা ৫৭ মিনিটে আমরা ঘটনাটি জানতে পেরে পাইপ লিকেজের সত্যতা মিলেছে। প্রথমে বিষয়টি জানয়ে পারি ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ টার্মিনাল পার্বতীপুর রাউটারের মাধ্যমে। পরে লাইনম্যান জাহাঙ্গীরকে বিষয়টি জানানো হয়। তিনি এলাকা ঘুরে চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের চকইসব এলাকায় লাইনে তেলের গন্ধ পায়। ঘটনাস্থলে ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ টার্মিনাল পার্বতীপুরের আরটি প্রতিনিধি, থানা প্রশাসন ও ফায়ার সার্ভিস প্রতিনিধির সমন্বয়ে ওই স্থানের মাটি খুড়ে এবং ১০ ইঞ্চি পাইপলাইনের মধ্যে ক্লিপ ও চিকন পাইপ লাগিয়ে তেল চুরির চেষ্টা করার দৃশ্য চোখে পড়ে।

ঘটনাস্থল দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক, সহকারী কমিশনার (ভূমি) রুলান্ট চাকমা, চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ও ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শন করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, পাইপ লাইনে লিকেজ পাওয়া গেছে। লিকেজ আটকানোর জন্য যে ক্লাম, সেটা ভারতের সঙ্গে যোগাযোগ করে কাস্টমসের মাধ্যমে ইতিমধ্যে ক্লামটিও পাওয়া গেছে। তবে লিকেজটি সামান্য। এরপরও তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি আটকানোর জন্য কাজ চলছে। এটি চুরির চেষ্টা কি-না, এ ব্যাপারে পুলিশকে অভিযোগ দেয়া হয়েছে। তারা তদন্ত করেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ (ওসি)জানিয়েছেন,সংশ্লিষ্টরা ধারণা করছেন,এটি তেল চুরির অপচেষ্টা। কারণ সেখানে মাটি খনন করার পর পাইপ ফুটো করে চিকন পাইপ লাগানো রয়েছে। হয়তো কিছু তেল বেরও করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।তারা হলেন-দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার উত্তর ভবানীপুর ডাঙ্গারহাট গ্রামের মো. আলী উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৭), পার্বতীপুর উপজেলার সোনা পুকুর গ্রামের মো. মাজুম আলীর ছেলে মো. মানিক শাহ্ (৪৫), নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাশকান্দর গ্রামের মৃত তাবির উদ্দিনের ছেলে মো. নজমুল হক (৬৫) ও একই গ্রামের মো. ছলেমান বসু মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম (৪৮)।

প্রসঙ্গত: দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহের লক্ষ্যে ভারত থেকে সরাসরি পাইপ লাইনে তেল আমদানির জন্য ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের শিলিগুড়িস্থ মার্কেটিং রেল টার্মিনাল থেকে বাংলাদেশের পঞ্চগড় জেলার বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) রেলহেড অয়েল ডিপো পর্যন্ত ১৩১.৫৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করা হয়। এর মধ্যে ভারতীয় অংশে ৫ কিলোমিটার এবং বাংলাদেশ অংশে ১২৬.৫৭ কিলোমিটার পড়েছে। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধনের মাধ্যমে এই পাইপ লাইনের তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়।

(এস/এসপি/নভেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test