E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে বেপরোয়া সেলফি পরিবহনের চাপায় প্রাণ গেল ২ জনের

২০২৩ ডিসেম্বর ০৭ ১৬:৫১:৫৭
ধামরাইয়ে বেপরোয়া সেলফি পরিবহনের চাপায় প্রাণ গেল ২ জনের

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহণের বাসের চাপায় প্রাণ গেল এক বিসিএস (শিক্ষা) ক্যাডারসহ দুইজনের। 

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাস্ট্যান্ডে ওভার ব্রিজের নীচে এ দুর্ঘটনা ঘটে। দুটি সেলফি গাড়ী পাল্লাপাল্লি করতে গিয়ে এদূর্ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষ দর্র্শীরা জানায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এবারের ৪১ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে উর্ত্তীণ রুবেল পারভেজ তার কর্মস্থল মার্কেন্টাইল ব্যাংক ঝিটকা শাখায় আর ফ্রেম হাউজ ফোট ওয়্যার কারখানার অপারেটর আব্দুল মান্নান মানিকগঞ্জের উথুলিতে তার চাচার জানাজায় যাওয়ার জন্য বৃহস্পতিবার সকাল ৮টায় ধামরাই প্রেসক্লাবের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের সরাসরি লেনে বাসে উঠার জন্য অপেক্ষা করছিলেন।

এসময় ঢাকাগামী দুটি সেলফি পরিবহনের বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় রুবেল পারভেজ, আবব্দুল মান্নানসহ তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্খলেই মারা যান রুবেল পারভেজ। গুরুতর আহত আব্দুল মান্নানকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়ার পর সকাল ৯টায় তিনিও মারা যান। আর আক্তারুজ্জামান নামে আহত অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনার পরই স্থানীয় বিক্ষুদ্ধ জনতা সেলফি পরিবহণের দুটি বাস ভাংচুর করেছে। এসময় ঘাতক বাসের টাল ও অন্যান্য ষ্টাফ পালিয়ে যায়।ঢাকা আরিচা মহা সড়কে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় পরে র্সবাদ পেয়ে থানার পুলি ও আনস্রা সদস্যরা ঘটনাস্থলে আসেন।তখন শুধু লুবেলের লাশ পড়েছিল।কবে প্রত্যক্ষ দর্ষীরা তিন জন নিহতের কথা জানান।

নিহত রুবেল পারভেজের ভাই ইংরেজী শিক্ষক সোহেল পারভেজ জানান, তার ভাই রুবেল পারভেজ ধামরাই পৌরসভার মডেল টাউন এলাকায় বাসা ভাড়া থেকে মার্কেন্টাইল ব্যাংক মানিকগঞ্জ জেলার ঝিটকা শাখায় কর্মরত ছিলেন। সে এবারের ৪১ তম বিসিএস ক্যাডারে (শিক্ষা) উত্তীর্ণ হয়েছেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়।এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

অপর নিহত আব্দুল মান্নান (৬০) পরিবারসহ ধামরাই পৌরসভার পাঠানটোলা মহল্লার এমারত হোসেনের বাড়িতে ভাড়া থেকে ধামরাইয়ের ফ্রেম হাউজ ফোট ওয়্যার কারখানায় সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় থানার পারদরছিড়া গ্রামে।

নিহত আব্দুল মান্নানের স্ত্রী বৃষ্টি বেগম জানান, মানিকগঞ্জের উথুলিতে তার চাচার জানাজায় যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হয়েছিল। বাসের চাপায় আহত হয়েছেন খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। এরপর তিনি তার স্বামীর সঙ্গে কথা বলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল মান্নান।
সাভার হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, দুর্ঘটনার পরই সেলফি পরিবহণের বাস দুটি পালিয়ে গেলেও ক্ষুব্দ জনতা পেছনের অপর দুটি সেলফি পরিবণের বাস আটকের পর ভাংচুর করেছে। এরমধ্যে একটি বাস জব্দ করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই স্থানে কিছু দিন আগে ওভার ব্রিজের নীচে বাস থেকে নেমে দাড়িয়ে থাকা অবস্থায় সেলফির চাপায় এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। স্থানীয় বিক্ষোবকারীরা সেলফি পরিবহন বন্ধের জোড় দাবী করেছে।

(ডিসিপি/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test