E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে এক প্রার্থীর সংবাদ সম্মেলন

২০২৩ ডিসেম্বর ০৭ ১৭:১৪:২১
গণপ্রতিনিধিত্ব আদেশ বাতিলের দাবিতে দিনাজপুরে এক প্রার্থীর সংবাদ সম্মেলন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিলের দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন করলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ ১১ ও দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার মনোনয়নপত্র বাতিল হওয়া প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ্। ইতিমধ্যেই  তিনি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরোধীতা করে নির্বাচন কমিশনে আপিল করেছেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালের দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত দাবী জানিয়ে লিখিত বক্তব্যে দেন।

শুভ শাহ্ বলেন,জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করতে চাইলে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর (৩ক) (ক) দফা অনুসারে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত ও স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সাথে জেলা রিটার্নিং অফিসারের নিকট দাখিল করতে হবে। আমি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে গত ৩০ নভেম্বর ২০২৩ ইং তারিখে নির্ধারিত সময়ে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রির্টার্নিং অফিসার এর সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাকিল আহমেদ এর নিকট আমার মনোনয়নপত্রটি দাখিল করি। উক্ত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী আমার কর্তৃক দাখিলকৃত এক শতাংশ ৫ হাজার ২৫৭ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকা মনোনয়নপত্রের সাথে যুক্ত করে দাখিল করেছি। এরপরে সংবিধানের ওই নির্দেশনা মোতাবেক দ্বৈবচয়নের ভিত্তিতে প্রদত্ত ১০(দশ) টি ক্রমিকের (২২৩৪,৩২১৫,২৯১০,১৭৩৩,১৯৩৯,৬৮৩,৪০৫৬,৪৬৮৫,২৩০৩,২৪১২) ভোটারের সমর্তনসূচক স্বাক্ষর যাচাইয়ের জন্য নিয়োগকৃত তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে যাচাই করা হয়।

যাচাইকালে উক্ত ১০ (দশ) টি ক্রমিকের মধ্যে ৩২১৫,১৭৩৩,১৯৩৯,৪৬৮৫ ক্রমের উল্লেখিত ০৪ (চার) জন ভোটারের তথ্যের গরমিল পাওয়া যায় বলে তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন প্রদান করে। যার উপর ভিত্তি করে গত ০৩/১২/২০২৩ ইং তারিখে যাচাই বাছাই কালে জেলা রিটার্নিং অফিসার শাকিল আহমেদ আমার মনোনয়নপত্রটি বাতিলের আদেশ প্রদান করেন। তবে ইতিমধ্যেই তিনি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরোধীতা করে নির্বাচন কমিশনে আপিল করেছেন বলে জানান।

এ সময় লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ১৯৭২ সালে রাষ্ট্রপতির ১৫৫ নং আদেশে ২৬ ডিসেম্বর ১৯৭২ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ জাতীয় সংসদ পরিচালনা এবং তৎসংশ্লিষ্ট ও আনুষাঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা হয়। এবং রাষ্ট্রপতি সংবিধানের চতুর্থ তফসিলের ৩ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্টপতি এরুপ আদেশ প্রণয়ন ও জারি করিতে পারেন। তৎকালিন সময়ে রাষ্ট্রপতি কর্তৃক মূল আদেশে জারিকৃত গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর (৩ক) (ক) দফা অনুসারে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা দাখিলের কোনো বিধান ছিলোনা। তবে পরবর্তীতে তা সংযোজন করা হয়। যাহার পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী যাচাই বাছাই কালে মোট প্রার্থী ৭৩১ জনের মধ্যে ৪২৩ জন স্বতন্ত্র প্রার্থীর অধিকাংশই এ অনুচ্ছেদের কারনে তাদের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, যাহা মোট প্রার্থীর ৫৭% স্বতন্ত্র প্রার্থী।

বর্তমান সময়ে দেশে এবং দেশের বাইরে অংশগ্রহন মূলক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে। এমতাবস্থায় ৫৭% স্বতন্ত্র প্রার্থী গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ১২ এর (৩ক) (ক) দফা অনুসারে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা দাখিলের ব্যর্থতার কারণে অংশগ্রহন মূলক নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই আমরা সকল স্বতন্ত্র প্রার্থীরা মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রত্যাশা করছি জাতিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটিকে স্বচ্ছ এবং প্রশ্নবিদ্ধহীন একটি নির্বাচন হিসেবে উপহার দিতে বাংলাদেশ সংবিধানের চতুর্থ তফসিলের ৩ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি গনপ্রতিনিধিত্ব আদেশটি বাতিল করবেন।

(এস/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test