E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রশিক্ষণের পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে’

২০২৩ ডিসেম্বর ১২ ১৬:৩৫:০৫
‘প্রশিক্ষণের পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে’

লোহাগড়া প্রতিনিধি : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব বলেছেন, "প্রশিক্ষণের পাশাপাশি সংস্কৃতি ও খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছ। এদিক থেকে যশোর শিক্ষা বোর্ডের মধ্যে নড়াইল অন্যতম। শিক্ষার সাথে লোহাগড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কো-কারিকুলামে আরো এক ধাপ এগিয়ে দেশের সুনাম অর্জন করছে। যা সকল মহলেই প্রশংসিত হয়েছে।”

নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে গত মঙ্গলবার সন্ধ্যায় চারদিন ব্যাপী (৮ থেকে ১১ ডিসেম্বর) অনুষ্ঠিত লোহাগড়া উপজেলা স্কাউটস্ সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নব নিযুক্ত লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি অনিমেশ বিশ্বাসের সভাপতিত্বে ও নড়াইল জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এম আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.বিশ্বাস শাহীন আহমেদ, উপ পরিচালক ড.এএসএম রফিকুর রহমান, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবাদুল হামিদ ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কশিশনার এবং ক্যাম্প চিফ মোঃ সিদ্দিকুর রহমান, শাহীনুর রহমান টিটো, শাহ আলম, হান্নান বিশ্বাস, শাহ সুরুজসহ বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড: আহসান হাবীব আরও বলেন, " সহশিক্ষা জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখে থাকে। এ জন্য সকালেরই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা উচিত।

এ বছর লোহাগড়া উপজেলা স্কাউটস্ সমাবেশে ৩২ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২৫৬ জন স্কাউট অংশগ্রহণ করে।

(আরএম/এসপি/ডিসেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test