E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০২৩ ডিসেম্বর ১৬ ১৬:৫০:৪৬
বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

শাহ্  আলম শাহী, দিনাজপুর : মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেন দিনাজপুরের ঐতিহ্যবাহী ' দি ভিশন' ডে কেয়ার চক্ষু চিকিৎসা ক্লিনিকের স্বত্বাধিকারী বিশিষ্ট কন্ঠশিল্পী চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. শহীদুল ইসলাম খান।

উদ্বোধন অনুষ্ঠানে, বিশিষ্ট কন্ঠশিল্পী চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. শহীদুল ইসলাম খান, দিনাজপুর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী ও বিশিষ্ট শিক্ষাবিদ শফিকুল ইসলাম অন্যরা বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের প্রায় তিন শতাধিক মানুষ চিকিৎসা গ্রহণ করেন। এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে যাচাই-বাছাই শেষে ছানি রোগিদের চোখ অপারেশন করা হয়। ব্যবস্থাপত্রসহ দেয়া হয় বিনামূল্যে ঔষধ সরবরাহ।

(এস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test