E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলে নবাগত ইউএনও ও শিক্ষা অফিসারকে বরণ

২০২৩ ডিসেম্বর ২০ ০০:৪১:৩৩
শ্রীমঙ্গলে নবাগত ইউএনও ও শিক্ষা অফিসারকে বরণ

মো.আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব ও নবাগত উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল ইসলামকে বরণ করে নিল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ- সভাপতি ছাদ উদ্দীনের সভাপতিত্বে প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আবু তালেব।

অনুষ্ঠানের প্রথমপর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করে নিল বিদ্যালয়ের কাব স্কাউটের শিক্ষার্থীরা। তারপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা ও পরিচিতি পর্ব। পরিচিতি পর্বের পর অনুষ্ঠিত হয় ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, নৃত্য ও গান। শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিদ্যালয়ের শিক্ষকদের পরিবেশনায় দুইটি গান পরিবেশন করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু তালেব বলেন, শিক্ষার্থীর পাঠ্যক্রমের পাশাপাশি মানসিক ও সৃজনশীলতার বিকাশে সহপাঠক্রমিক বিষয়ে ভূয়সি প্রশংসা করেন। শিক্ষার্থীদের এখন থেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে মেধা-মননে যোগ্য করে গড়ে তুলতে হবে। অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নবাগত উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একক গান, নৃত্য ও আবৃত্তি দেখে মুগ্ধ। তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটি, অভিভাবক, শিক্ষকদেরও ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ রঞ্জন দাশ, মো: জহিরুল ইসলাম ভূঁইয়া, পিটিএ সভাপতি আকবর হোসেন শাহীন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য শাহনাজ নাছরিন, তাহমিনা আক্তার, সুধেন্দু ভট্টাচার্য, কামরুল হাসান দুলন, রুহুল আমিন ও বিদ্যালয়ের শিক্ষকরা।

(এএ/এএস/ডিসেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test