E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নৌকায় ভোট না দিলে সব সুযোগ-সুবিধা বাতিল হয়ে যাবে’

২০২৩ ডিসেম্বর ২৪ ১৯:৫০:০০
‘নৌকায় ভোট না দিলে সব সুযোগ-সুবিধা বাতিল হয়ে যাবে’

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া-২ আসনের কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মঞ্জু বলেছেন, ‘নৌকা মার্কায় ভোট না দিলে সুযোগ সুবিধা সব বাতিল হয়ে যাবে।’

শনিবার বিকাল ৪টার দিকে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর মিরপুর এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সেখানে একটি বাড়ির উঠোনে অর্ধশতাধিক নারী-পুরুষের সামনে তিনি কথা বলছেন। মঞ্জু চেয়ারম্যান বলেন, অনেক প্রার্থী ট্রাক বলেন, বটগাছ বা তালগাছ বলেন, এরা আসবে ভোট চাইতে। বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী নৌকা প্রতীক কুমারখালীতে একজনকেই দিয়েছেন। তিনি সেলিম আলতাফ জর্জ। অন্য কোনো মার্কায় ভোট দিলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে। ভোট তো কাউকে না কাউকে দেওয়ায় লাগবে। তা দিয়ে যদি এলাকার উন্নয়ন, ছেলেমেয়ের পড়ালেখার খরচ ও বিভিন্ন ভাতা যদি করতে পারি- তাহলে বড় পাওয়া হবে। সেজন্য নৌকা মার্কায় ভোট দিতে হবে।’

এই বলে তিনি উপস্থিতদের নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি আদায় করে নেন।

তিনি স্থানীয় কিছু মানুষকে দেখিয়ে বলেন, ‘তারা থাকবে, আপনারা ভোট দেবেন। অন্যরা ভোট দিতে পারবে কি না, জানি না। আমাদের লোক সব ভোট দেবে।’

এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মঞ্জু চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতায় না আসে, অন্য সরকার আসলে হয়তোবা এসব সুযোগসুবিধা দেবে না। জাস্ট এটাই বলতে চেয়েছি। কিন্তু অন্যরা আমার বক্তব্য বিকৃত করেছে।’
এ আসনে নৌকার প্রার্থী সেলিম আলতাফ জর্জের বিপরীতে প্রতিদ্ব›িদ্বতা করবেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুর রউফ।

(এমএজে/এএস/ডিসেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test