E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

থার্টিফার্স্ট নাইট 

মৌলভীবাজারে হোটেল-রিসোর্ট মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

২০২৩ ডিসেম্বর ২৭ ২৩:৩৬:৪৬
মৌলভীবাজারে হোটেল-রিসোর্ট মালিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে থার্টিফাস্ট ঘিরে জেলার হোটেল-রিসোর্ট মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম।

বুধবার (২৭ ডিসেম্বর) মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে আসন্ন থার্টিফার্স্ট নাইট উপলক্ষে জেলার হোটেল-রিসোর্ট মালিকদের সাথে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন এর সঞ্চালনায় জেলা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। সভায় জেলার বিভিন্ন হোটেল-রিসোর্ট মালিক এবং তাদের প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময় সভায় হোটেল-রিসোর্টের প্রতিনিধিরা আসন্ন থার্টিফার্স্ট নাইট বা নতুন বছর উদযাপন ছাড়াও জেলার পর্যটন শিল্পের উন্নয়নে তাদের মতামত তুলে ধরেন।

এসময় পুলিশ সুপার মোঃ মনজুর রহমান তাঁর বক্তব্যে আসন্ন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা তুলে ধরে নির্দেশনাগুলো মেনে চলার আহবান জানান।

জেলায় আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সবসময়ই আন্তরিক উল্লেখ করে পুলিশ সুপার বলেন, "পর্যটন শহর শ্রীমঙ্গলের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং রেলওয়ে স্টেশন ও বাস স্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরার আওতায় আনার জন্য জেলা পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা পর্যটনের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করুন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের পাশে আছে সবসময়।"

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।

(একে/এসপি/ডিসেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test