E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহ- ৭ 

নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ

২০২৩ ডিসেম্বর ৩০ ১৭:৫১:১০
নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : সভা শেষে ভোটারদের টাকা দিলেন আ’লীগ নেতারা ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিলানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। নৌকার পক্ষে একটি বৈঠক শেষে হাতভর্তি টাকা নিয়ে নারীদের মাঝে বিলানো হয়।

২৬ ডিসেম্বর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের সঙ্গে মতবিনিসয় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন। মতবিনিময় সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল হাতভর্তি টাকা নারীদের মাঝে বিলিয়ে দেন। সেই টাকা বিলানোর ছবি আবার নিজের ফেসবুকে পোস্ট করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল বলেন, কাউকে টাকা দেওয়া হয়নি। ছবিতে যা দেখেছেন তা হচ্ছে কেন্দ্র খরচের টাকা কর্মীদের মাঝে দেওয়া হয়েছে। এরপর ব্যস্ত আছি বলে লাইন কেটে দেন তিনি। পরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন বলেন, ভোটের জন্য কাউকে টাকা দেওয়া হয়নি। যেখানে মতবিনিময় সভা হয়েছে ওইখানেই আমার বাড়ি। বাড়িতে গেলে আশপাশের লোকজন চিকিৎসা, শীতের কম্বল কেনার টাকার জন্য এসেছিল। এই টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হয়েছে।

কিন্তু আপনার সহ-সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল বলছে, এগুলো নাকি কেন্দ্র খরচ দিয়েছেন। আপনার কথার সঙ্গে তার কথার কোনো মিল নেই কেন, এমন প্রশ্নে তিনি বলেন, এটা সহ-সভাপতির ব্যাপার। বলে লাইন কেটে তিনি। পরে আবারও ফোন করলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, ভোট পাওয়ার জন্য টাকা বিলানোর বিষয়টি আপনার কাছেই প্রথম শুনছি। তবে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীর নম্বরে ফোন করলে তার সহকারী ফোন রিসিভ করে বলেন, স্যার জরুরি মিটিংয়ে আছেন। মিটিং শেষ হলে আপনাকে ফোন করবো। তবে পরে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি তিনি। ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাফেজ রহুল আমীন মাদানী। তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ভোটের মাঠে নেমেছেন তিনি। বর্তমান এমপির বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া এবিএম আনিছুজ্জামান। ট্রাক প্রতীক নিয়ে নৌকা প্রতীকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test