E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রচার-প্রচারনায় অপ্রতিদ্বন্ধী মাশরাফী

২০২৩ ডিসেম্বর ৩১ ১৭:৪৮:৫২
প্রচার-প্রচারনায় অপ্রতিদ্বন্ধী মাশরাফী

রূপক মুখার্জি, লোহাগড়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও সমগ্র লোহাগড়া) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। 

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে তিনি জয়ী হলে বিগত দিনের মতো এবারও এলাকার মানুুষের সুখে-দুঃখে পাশে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন।

তারুণ্যের অহংকার মাশরাফীকে কাছে পেয়ে আবেগে-আনন্দে উদ্বেলিত এলাকার সাধারণ ভোটাররা। ভোটারদের সাথে সালাম, শুভেচ্ছা ও কুশল বিনিময়ের জন্য গত এক সপ্তাহ ধরে নির্বাচনী এলাকা নড়াইল ও লোহাগড়ার পথে-প্রান্তরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় এই তারকা। জনগণের সামনে তুলে ধরছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের ফিরিস্তি। নন্দিত এই ক্রিকেট তারকা তাঁর নির্বাচনী এলাকার যেখানেই যাচ্ছেন, সেখানেই এলাকার আবাল বৃদ্ধ বণিতা ফুল দিয়ে তাঁকে বরুণ করে নিচ্ছেন। মাশরাফীকে ঘিরে সাধারণ ভোটারদের উচ্ছাস ও আবেগ অন্যরকমের।

গত ২৪ ডিসেম্বর মাশরাফী তাঁর নির্বাচনী এলাকা নড়াইল পৌরসভাসহ সদর উপজেলার ৮টি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে কখনো পায়ে হেঁটে, কখনো মোটরসাইকেলযোগে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিরামহীনভাবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের রুপগঞ্জ মুচিরপোল বাসস্টান্ডে জেলা শিল্প ও বনিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মাশরাফী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নড়াইলে আইটিপার্ক স্থাপনের কথা তুলে ধরে বলেন, "এটি নির্মিত হলে নতুন-নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে। আপনাদের সন্তানদের ভাগ্যের পরিবর্তন হবে। প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে গত ৫ বছরে ১০০ শয্যার নড়াইল সদর হাসপাতাল ১০টি আইসিইউসহ ২৫০শয্যায় উন্নীতকরণ হয়েছে। এটি সম্ভব হয়েছে একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারনে।

তিনি আরো বলেন, "নড়াইল শহরের ফোরলেন সড়ক, পাসপোর্ট অফিসের নিজস্ব নতুন ভবন, নার্সিং কলেজ, নড়াইল পৌরসভার নতুন ভবনসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হয়েছে। নড়াইলে বিশ্ববিদ্যালয় ও ইকোনোমিক জোন স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তিনি নড়াইলকে নতুন প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুুরোধ জানান তিনি।

এ পথসভায় নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট অচীন চক্রবর্ত্তী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার ঘোষ সন্তু, পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু বক্তৃতা করেন।

উল্লেখ্য, নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদরের একাংশ) আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), এনপিপি’র মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ) এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার), স্বতন্ত্র প্রার্থী লায়ন মো. নূর ইসলাম (ঈগল), এবং স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ ( নড়াইল সদরের আংশিক ও সমগ্র লোহাগড়া ) আসনে দুটি পৌরসভা ও ২০ টি ইউনিয়নের মোট ভোটার ৩,৬৫,৭২৯ জন। এর মধ্যে ১,৮১,৯৯০ পুরুষ ভোটার ও ১,৮৩,৭৩৬ জন মহিলা ভোটার রয়েছেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test