E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে বছরের প্রথমদিনে বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

২০২৪ জানুয়ারি ০১ ১৯:০৭:৩৯
মৌলভীবাজারে বছরের প্রথমদিনে বই পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার মধ্যেও মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। জেলায় প্রাথমিক ও মাধ্যমিক, ইবতেদায়ীসহ মাদ্রাসা শিক্ষার্থীদেরসহ অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ৪২ লাখ ৫২ হাজার ৪১১টি বই তুলে দেয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে উচ্চসিত শিক্ষার্থীরা।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, আলী আমজদ সরকারি গার্লস স্কুল ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসব অনুষ্ঠিত হয়।

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খুরশেদ আলম, আলী আমজদ সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো: মইনুল হকসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অবিভাবক মন্ডলী ও সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্চসিত শিক্ষার্থী ও অবিভাবকরা তাদের উচ্চাস ব্যক্ত করে তারা বলেন বছরের প্রথম দিনে নতুন বই ও নতুন শিক্ষা কারিকুলাম তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বই এখনো এসে পৌঁছায়নি বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মকর্তা। তবে প্রাথমিকের শতভাগ বই এসে পৌঁছেছে।

(একে/এসপি/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test