E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডা. ইসরাত জাহান এর মহিলা হাসপাতালে রক্ত দানে টিশার্ট উপহারের উদ্যোগ

২০২৪ জানুয়ারি ০২ ১৬:৪১:৩০
ডা. ইসরাত জাহান এর মহিলা হাসপাতালে রক্ত দানে টিশার্ট উপহারের উদ্যোগ

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে ডা. ইসরাত জাহান এর মহিলা হাসপাতালে রক্ত দান করলেই টিশার্ট উপহারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি রক্ত দিতে আসা ১০ জনকে টিশার্ট উপহার দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. এ.জেড.এম. ফরহাদ।

এসময় উপস্থিত ছিলেন, রক্ত সৈনিক নজরুল ইসলাম, শামসুল হক বাদল, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মিজানুর রহমান পাটোয়ারী, হাসপাতালের ম্যানেজার মাজহারুল ইসলাম সরকার ও ফারজানা রহমান প্রমুখ।

এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইসরাত জাহান বলেন, স্বেচ্ছাসেবীরা সম্পূর্ণ বিনামূল্যে নিঃস্বার্থহীনভাবে মুমুর্ষূরোগীগের রক্ত দান করে থাকেন। তাদের কিছুটা উৎসাহ দেয়ার জন্যই এ হাসপাতালের পক্ষ থেকে আমরা সামান্য সম্মান জানানোর জন্য এ টি-শার্ট দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়া ডা. ইসরাত জাহান এর মহিলা (উইমেন্স হেলথ কেয়ার সেন্টার) হাসপাতালে প্রতিদিনই সিজারিয়ান অপারেশন হয় ও বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত মুমুর্ষূ রোগী ভর্তি হয়। তাঁদের রক্তের প্রয়োজন হয়। রক্ত সৈনিকদের উৎসাহিত করতেই একজন মুমূর্ষু ও সিজারিয়ান রোগী কে রক্ত দানের পর পরেই একটি টিশার্ট উপহার হিসেবে দেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সোমবার শাহরিয়ার মাহবুব, হৃদয় মিয়া, লাবণ্য আক্তার, ইয়াসিন মিয়া, শিমু বেগম, সিজান মিয়া, দীপ্ত রহমান, রাশেদ খান, রুবী বেগম ও সোনিয়া রহমান নামে স্বেচ্ছাসেবী রক্তদান কারীদের রক্তদানের পর টিশার্ট উপহারের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে। যতদিন স্বেচ্ছাসেবীরা রক্তদান করবে ততদিনই টিশার্ট উপহার প্রদান করা হবে।

এসময় রক্তদানকারী স্বেচ্ছাসেবীরা জানান, আজ টিশার্ট উপহার পেয়ে ভাল লাগছে। এটি একটি মহৎ উদ্যোগ। উপহার পেলে রক্তদান কারীরা উৎসাহ হবে। বিশেষ করে হাসপাতাল কর্তৃপক্ষের এটাই ভৈরবে প্রথম উদ্যোগ। আশা করি ভৈরবের সকল হাসপাতালে রক্তদাতাদের বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। তাহলে ভৈরবে মুমূর্ষু ও সিজারিয়ান রোগীদের রক্তে অভাব হবে না।

(এসএস/এসপি/জানুয়ারি ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test