E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম কুষ্টিয়া

২০২৪ জানুয়ারি ০৩ ১৪:৫৬:৪১
নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম কুষ্টিয়া

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ১ দৌলতপুর, কুষ্টিয়া ২ মিরপুর-ভেড়ামারা, কুষ্টিয়া ৩ সদর ও কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা এই ৪টি সংসদীয় আসনের বিপরীতে নৌকার ৪জন প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে কুষ্টিয়া ২ আসনে হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চতুর্থবারে মতো ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তার বিপরীতে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন  স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। দুই প্রার্থীই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এখানে এই দুই প্রার্থী ছাড়াও জাতীয় পার্টি (এরশাদ) সহ আরো ৬জন প্রার্থী রয়েছেন। কুষ্টিয়া ৩ সদর আসনে আরেক হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ৩য় বারের মতো নৌকা প্রতিক নিয়ে ভোট যুদ্ধে অংশগ্রহন করেছেন। পূর্ববর্তী নির্বাচনে তার বিরুদ্ধে শক্ত প্রার্থী না থাকলেও এবার আওয়ামীলীগের কুষ্টিয়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া পৌরসভার ৫ বার নির্বাচিত মেয়র আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ভোটের মাঠ সরগরম। যুবলীগ নেতা পারভেজ আনোয়ার তনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন।

এই আসনে এই দুই প্রার্থী ছাড়াও আরো ৩ জন প্রার্থী রয়েছেন। কুষ্টিয়া ৪ কুমারখালী-খোকসা আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জ ২য় বারের মতো ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে সাবেক (নৌকা প্রতিক নিয়ে) সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ ট্রাক প্রতিক নিয়ে ভোট যুদ্ধে অংশ গ্রহন করেছেন। এখানেও হ্ড্ডাাহা্িড লড়াইয়ের সম্ভাবনা আছে।

এই আসনে এই দুইজন ছাড়াও জাতীয় পার্টি (এরশাদ), সহ আরো ৬ জন প্রার্থী রয়েছেন। কুষ্টিয়া ১ দৌলতপুর আসনে আ, কা, ম সরওয়ার জাহান বাদশা ২য় বারের মতো ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী ট্রাক প্রতিক নিয়ে দিন-রাত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে এই দুইজন ছাড়াও জাতীয় পার্টি (এরশাদ), জাসদ ওয়ার্কার্স পার্টি সহ আরো ৮জন প্রার্থী রয়েছেন। কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬লাখ ৪৩ হাজার ৯১২ জন। সাধারণ ভোটাররা চান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।

জেলা রিটার্নিং অফিসার এহেতেশাম রেজা বলছেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিবেশ ভালো রাখার চেষ্টা করছেন। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

(এমএজে/এএস/জানুয়ারি ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test