E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় একটিতে নৌকা ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

২০২৪ জানুয়ারি ০৮ ১৬:২৬:১৫
কুষ্টিয়ায় একটিতে নৌকা ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ৭ জানুয়ারি সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪ টার সময়। তবে নির্বাচনে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিলো।

এদিকে কুষ্টিয়া-৩ আসনে বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। মোট ১৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি নৌকা প্রতীকে ১ হাজার ২৭ হাজার ৮০৩ ভোট বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে পারভেজ আনোয়ার পেয়েছেন ৪২ হাজার ১২৮ ভোট।

এছাড়া কুষ্টিয়া বাকী ৩টি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীদের কাছে হেরে গেছে নৌকার প্রার্থীরা। কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৯,২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৫৩,১০৫ ভোট।

কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন ১,১৫,৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ৯২,৪৪৫ ভোট।

কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর রউফ ৯৮,০৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০,১১১ ভোট। এ আসনে গতবারের এমপি ছিলেন সেলিম আলতাফ জর্জ। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। আর বিজয়ী আব্দুর রউফ এই আসন থেকে দশম সংসদে নৌকা প্রতীকে জয়লাভ করেছিলেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য।

কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ভোটের এ ঘোষণা দেয়া হয়েছে।

এবারের নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি আসনের ৫৭৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা। ১ হাজার ৭২৬ জন পুলিশ সদস্যের পাশাপাশি মোতায়েন ছিলো ১৭ প্লাটুন বিজিবি। একই সাথে স্টাইকিং ফোর্স হিসেবে ৪৫০ জন সেনা সদস্য দায়িক্ত পালন করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার চারটি আসনের কোথাও কোন অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৪৩ হাজার ৯১২ জন।

(এমজে/এসপি/জানুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test