E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট ও সেচ পাম্পে জড়িয়ে দুইজনের মৃত্যু

২০২৪ জানুয়ারি ১৯ ১৬:৪৬:৫৮
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট ও সেচ পাম্পে জড়িয়ে দুইজনের মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ও সেচ পাম্পে জড়িয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতড়াখোলা ও একই উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষীখালি গ্রামে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস (৪৮) ও একই উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জ্বল হোসেন (২৭)।

মৃতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর রমজাননগর থেকে ব্যাটারীচালিত ভ্যানে করে বিচালী নিয়ে আসছিলেন সন্ন্যাসী দাস। পথিমধ্যে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ভ্যান থেকে রাস্তায় পড়ে যায় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন তাকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে বৃহষ্পতিবার রাত ৯টার দিকে ভাত খেয়ে নিজ গ্রাম লক্ষীখোলার মাছের গেরে যান। আজ শুক্রবার সকালে ওই ঘেরে পানি সেচের জন্য থাকা মোটরে জড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘেরে পানি দেওয়ার জন্য মটরে স্টার্ট দেওয়ার সময় পরিহিত কাপড় জড়িয়ে রাতেই তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ পৃথক ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(আরকে/এসপি/জানুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test