E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের অপসারণ দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

২০২৪ জানুয়ারি ২১ ১৮:০১:৫২
সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের অপসারণ দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ ও তাকে পিপি’র পদ থেকে অপসারনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আয়োজনে আজ রবিবার সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা ভবন সড়কে এ কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন চলকালে বক্তব্য দেন, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার মশিউর রহমান মশু, মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম ও মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।

বক্তারা বলেন, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ মুক্তিযুদ্ধের বিরোধী ও মুক্তিযোদ্ধাদের প্রতি কটাক্ষকারী। তিনি কারণে অকারণে নিজের পাবলিক প্রসিকিউটর পদকে ব্যবহার করে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে কারণে-অকারণে অশোভন আচরণ করে থাকেন। তার আইনজীবী সনদ সঠিক নয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনজীবী সমিতির একজন বিজ্ঞা সদস্য ২০২১ সালে আইন মন্ত্রণালয়ে অভিযোগ করলেও বিশেষ ব্যবস্থায় তিনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেননি। নাশকতা মামলার আসামীদের খালাস করে দেওয়ার নামে মোটা অংকের আর্থিক সুবিধা নেওয়ার পাশাপাশি মিস কেসের শুনানী পিছিয়ে দেওয়ার কথা বলে আসামীপক্ষের আইনজীবীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া নির্বাচন কমিশনের নির্দেশে দায়েরকৃত মামলায় আসামীপক্ষের হয়ে জামিন শুনানীতে অংশ নেওয়া, ভোমরা সিএ-এফ এজেন্ট এর সাধারণ সম্পাদককে নির্দোষ দাবি করে রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়েও বিচারকের সুদৃষ্টি কামনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন নারী কেলেঙ্কারীর অভিযোগ তুলে ধরা হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলা পরিচালনা করাকে পুঁজি করে আব্দুল লতিফ আদালত পাড়ার মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষসহ কিছু কিছু আইনজীবীকে জিম্মি করে ফেলেছেন। সহকারি পিপি বা অতিরিক্ত পিপি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সাধারণ আইনজীবী ছাড়াও পিপি অ্যাড. ওসমান গণির সময়ে জামাত সংশ্লিষ্টতার দায়ে বাদ দেওয়া এক অতিরিক্ত পিপিকে আর্থিক সুবিধা নিয়ে নিয়োগের ব্যবস্থা করেছেন তিনি।

আগামি বছরে নতুন কলেবরে পিপি’র তালিকা বানানোর জন্য দেন দরবার শুরু করেছেন তিনি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক তার বাসায় থাকেন, তার ছেলে আতাউল হক দোলন এমপি হয়েছেন, আবার সাতক্ষীরা-১ আসনের সাংসদ ফিরোজ আহম্মেদ স্বপনকে তিনি নির্বাচনী মামলায় জামিন করিয়েছেন তাই তার পিপিশিপ কেউ কেড়ে নিতে পারবে না বলে আদালত পাড়ায় প্রচার চালাচ্ছেন আব্দুল লতিফ। বক্তারা তার পিপিশিপ এর পদ থেকে দ্রুত অপসারণ দাবি করে বলেন, তাকে না সরানো পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে।

এ ব্যাপারে জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ সাংবাদিকদের বলেন, যারা তার কাছ থেকে অবৈধ সুবিধা পাননি তাদের একটি অংশ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

(আরকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test