E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ

২০২৪ জানুয়ারি ২১ ১৮:৪১:২৫
ঈশ্বরদীতে হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে হালনাগাদকৃত ছবিসহ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার আশরাফুর হক।

রবিবার (২১ জানুয়ারী) উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার এই তালিকা প্রকাশ করেন। সর্বসাধারণের প্রদর্শনের জন্য উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশিত খসড়া ভোটার তালিকা উম্মুক্ত থাকবে।

খসড়া তালিকায় নতুন ভোটার নিবন্ধিত হয়েছে ৪ হাজার ৭৭৪ জন। নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৮৭ এবং মহিলা ভোটার ১ হাজার ৮৮৭ জন। এ উপজেলায় পুর্বে নিবন্ধিত ভোটারের সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ১৬৮ জন।

জানা গেছে, বিগত বছর হালনাগাদের সময় যেসব নাগরিকের তথ্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সংগ্রহ করা ছিল তাদের মধ্যে যারা ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদেরকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি আপত্তি, নিষ্পত্তি ও সংশোধনের জন্য দরখাস্ত দাখিলের শেষ সময় ৫ ফেব্রুয়ারী। আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত দরখাস্তসমূহ নিষ্পত্তি করে ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।

(এসকেকে/এসপি/জানুয়ারি ২১, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test