E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুরের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মানববন্ধন

২০২৪ জানুয়ারি ২২ ১৭:২২:৫২
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুরের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ মানববন্ধন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলার প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এর নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের কঠোর বিচারসহ সকল স্বাস্থ্য কমপ্লেক্স কর্মীদের নিরাপত্তার জন্য আনসার বাহিনী সদস্যদের নিয়োগের দাবি জানান। এছাড়া তারা আরো বলেন, যদি তাদের এ দাবি না মানা হয় তাহলে সামনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি আসতে পারে।

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক, নার্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০ জানুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রাইভেট কার পুকুরে পড়ে ছাত্রলীগের চার কর্মী নিহত হওয়ায় চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর চালিয়েছে তাদের অনুসারীরা। এ সময় সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, অ্যাম্বুলেন্স ও জরুরী বিভাগসহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্ট করে তারা। এ ঘটনায় চিকিৎসকদের পরিবারগুলো আতঙ্কিত হয়ে নিরাপত্তাহীনতায় ভোগছে।

(এসএস/এসপি/জানুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test