E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তাপমাত্রা ৯.৫ ডিগ্রি

সাতক্ষীরায় মাধ্যমিক বিদ্যালয় ছুটি হলেও প্রাথমিক বিদ্যালয় চলছে

২০২৪ জানুয়ারি ২৩ ১৮:১২:১৫
সাতক্ষীরায় মাধ্যমিক বিদ্যালয় ছুটি হলেও প্রাথমিক বিদ্যালয় চলছে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় আজ এই মৌসুমে প্রথমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে ছুটি ঘোষণা করা হলেও প্রাথমিক বিদ্যালয় যথারীতি চলছে। 

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, জেলায় হাইস্কুল রয়েছে ৩০৮টি। শৈত্যপ্রবাহের কারণে সমস্ত স্কুল আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল জানান, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক হাজার ৯৫টি। সকাল ৯ টার পরে তাপমাত্রা দশের ওপরে থাকায় বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়নি।

পলাশপোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন জানান, মন্ত্রণালয়ের নির্দেশে আজ থেকে সকাল ১০ টায় শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাতক্ষীরা নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী রিপন জানান, সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

(আরকে/এসপি/জানুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test