E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে উপজেলা চেয়ারম্যান রাজীবের পক্ষে ভোট চাইলেন সংসদ সদস্য

২০২৪ জানুয়ারি ২৫ ১৯:১৬:২৮
সাভারে উপজেলা চেয়ারম্যান রাজীবের পক্ষে ভোট চাইলেন সংসদ সদস্য

তপু ঘোষাল, সাভার : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে ভোট চাইলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার ২৫ জানুয়ারি সাভার পৌরসভার ৮নং ওয়ার্ডের রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গরীব ,অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ কালে এ কথা বলেন তিনি।

সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পালোয়ান এর সভাপতিত্বে এবং সাভার উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব খান সজিবের সঞ্চালনায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই মঞ্জুরুল আলম রাজীব। নির্বাচন তফসিল ঘোষনার পর নিয়ম অনুযায়ী সংসদ সদস্য হিসাবে আমি ভোট চাইতে পারবো না, তাই এখনই আমি তার জন্য আপনাদের কাছে ভোট প্রার্থনা করলাম। রাজীব ভাইয়ের প্রতিক যেটাই হোক, আপনারা তাকে ভোট দিয়ে বিজয়ী করে আবারও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন।

এ ব্যাপারে তিনি আরও বলেন, একটি নির্বাচনী এলাকায়, একটি উপজেলা যদি উন্নয়ন করতে হয়, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত রাখতে হয়,তাহলে এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের এক মনের হতে হবে।যদি সবাই এক মনের না হয়, তাদের আদর্শের যদি মিল না থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই উন্নয়ন ব্যাহত হবে, আপনারা অবশ্যই চাইবেন না উন্নয়ন ব্যাহত হোক।সাভারে যারাই রাস্তায় ব্যবসা-বানিজ্য করবেন,অটো রিক্সা চালাবেন তারা কি চাঁদা দিতে চান? ইতিমধ্যে আমি অনেক জায়গায় চাঁদা বন্ধ করে দেওয়া হয়েছে,সাভারে ফুটপাতে ব্যবসায়ী ও অটো রিক্সা চালকদের আর চাঁদা দিতে হবে না। পরিশেষে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আ.লীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী, সাভার উপজেলা আ.লীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী পালোয়ান, সাভার সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম প্রমূখসহ অনেকেই।

(টিজি/এসপি/জানুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test