E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির পিঠা উৎসব

২০২৪ জানুয়ারি ২৭ ১৮:১১:১৪
সাতক্ষীরায় ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমির পিঠা উৎসব

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নগরায়নের প্রভাবে হারিয়ে যাওয়া গ্রামীন ইতিহাস ও ঐতিহ্য পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আরবি, ইংরেজি ও বাংলাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি নানা আয়োজনে পিঠা উৎসব পালন করছে।

আজ শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কের খড়িবিলা নামক স্থানে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এ উৎসবের আয়োজন করা হয়।

ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমীর অধ্যক্ষ মোঃ নুর আলম শিপটনের সভাপতিত্বে অনুষ্ঠানে পপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আশরাফুজ্জামান আশু।

প্রধান অতিথি বলেন, পিঠা বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এক সময় বাঙালীর যে কোন আনন্দ উৎসবে মিশে থাকতো রকমারি পিঠা। নগরায়নের প্রভাবে আজ তা হারিয়ে যেতে বসেছে। তাই নতুন প্রজন্মের কাছে পরিচিতি করাতে বেশি বেশি করে এ ধরণের উৎসবের আয়োজন করতে হবে। এ ধরণের উৎসবের আয়োজন করায় ব্লিস ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীদের জীবন গড়তে শিক্ষকদের আরো বেশি আন্তরিক হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সরোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ।

দুপুর ১২টায় ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সাংসদ আশরাফুজ্জামান আশু। পরে প্রধান অতিথি বিভিন্ন পিঠা স্টল ঘুরে দেখেন। মেলায় ২০০ প্রকারের পিঠার আয়োজন করা হয়।

(আরকে/এসপি/জানুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test