E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে সেবিকার কর্তব্য অবহেলায় রোগীর মৃত্যু

২০২৪ জানুয়ারি ২৮ ১৮:০৬:৫৮
সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে সেবিকার কর্তব্য অবহেলায় রোগীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মোবাইল ফোনে প্রেমালাপ করাকালে তড়িঘড়ি করে রোগীর শরীরে ইনজেকশান পুশ করায় সাতক্ষীরা শহরের হার্ট ফাউন্ডেশনে এক রোগীর মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ওই বৃদ্ধার মেয়ে মাধুরী রাণী মন্ডল গত ২০ জানুয়ারি সাতক্ষীরা সিভিল সার্জনের কাছে আবেদন করেছেন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাঁচড়াহাটি গ্রামের ডাঃ সুধান্য মন্ডলের মেয়ে মাধুরী মন্ডল জানান, স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়া মা রেণুকা বালা মন্ডলকে (৬০) গত ২ জানুয়ারি সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নেফ্রোলজি বিষয়ে বিশেষজ্ঞা ডাঃ ফয়সাল আহম্মেদকে দেখান। পরীক্ষা- নিরীক্ষা শেষে রাতে ফয়সাল আহম্মেদ এর পরিচালনাধীন হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। মায়ের অবস্থা ক্রমশঃ উন্নতি হওয়ায় এন্টিবায়োটিক ইনজেকশান শেষে ৫ জানুয়ারি ছুটি দেওয়ার কথা বলা হয়। ৫ জানুয়ারি বিকেলে মাকে আরো কয়েকদিন ভর্তি রাখতে বলা হয়। পরদিন সকাল সাতটা ২৫ মিনিটে মোবাইল ফোনে প্রেমালাপ করার সময় ২০ থেকে ২৫ মিনিটের পরিবর্তে এক মিনিটের মধ্যেই তার মায়ের শরীরে একটি এন্টিবায়োটিক ইনজেকশান পুশ করেন সেবিকা আইভি রহমান। এরপরপরই মায়ের শরীরে জ্বালা ও যন্ত্রণা শুরু হয়।

একপর্যায়ে কিছুক্ষণ পরে মা মারা গেলে হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটি মৃত্যু সনদ হাতে ধরিয়ে দিয়ে তাকে দ্রুত ক্লিনিক থেকে চলে যেতে বলেন। বাধ্য হয়ে মৃত্যুর এক ঘণ্টার মধ্যেই মায়ের লাশ নিয়ে বাড়ি ফিরে আসি আমরা। পরবর্তীতে ২০ জানুয়ারি সিভিল সার্জনের কাছে প্রতিকার চেয়ে আবেদন করি। আবেদনপত্রে তিনি তার মায়ের অকালে মৃত্যুর ঘটনায় জড়িত হার্ট ফাউন্ডেশনের নার্স আইিিভ রহমান ও সংশ্লিষ্ট হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ ব্যাপারে ডাঃ ফয়সাল আহমেস্মদ জানান, এ ব্যাপারে কেউ আমার কাছে লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।

সাতক্ষীরার সিভিল সার্জ ডাঃ সৈয়দ রুস্তুম সুফিয়ানের সঙ্গে রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে তার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

(আরকে/এসপি/জানুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test