E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

১ ঘণ্টা মহাসড়ক অবরোধ

মুকসুদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককে হাতুড়ি পেটা

২০২৪ জানুয়ারি ৩০ ১৮:৫৯:৫৯
মুকসুদপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককে হাতুড়ি পেটা

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুলকে (৫৫) হাতুড়ি পেটার অভিযোগ পাওয়া গেছে। এসময় তার ড্রইভার ও সহযোগি আহত হন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিকাল ৪টা থেকে থেকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা অবরোধ কর্মসূচী শুরু করেন। অবরোধ চলাকালে মহাসড়ক দুইটির উভয় পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকা পড়ে। বিকাল ৫ টার দিকে প্রশাসন দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুজ্জামান জানান, দুপুর আড়াই টার দিকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ যোগ দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল। সভা শেষে দাপ্তরিক কাজের জন্য উপজেলা পরিষদে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র হাতুড়ি দিয়ে পেছন দিক থেকে তার ওপর আক্রমণ করে ।এতে সাহিদুর রহমান টুটুলের বাম হাত ও বাম পায়ে হাতুড়ির এলোপাতাড়ি আঘাত লাগে । ঠেকাতে গিয়ে তার ব্যক্তিগত মাইক্রোবাসের ড্রাইভার আয়নাল শেখ (৩৮) এবং সহযোগী এনামুল খান (২৫) আহত হয়।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাঘদী ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দাশের কান্দি গ্রামের গোলাম সারোয়ার রতন মিয়ার ছেলে। অপর ২ আহতরা হলো একই উপজেলার চরপ্রশন্নদী গ্রামের ফজর আলী শেখের ছেলে আয়নাল শেখ একই গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে এনামুল খান।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, এ ঘটনার থবর পেয়ে সাথেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুবৃর্ত্তরা সটকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের সনাক্ত করার কাজ চলছে। তাদের সনাক্ত করার পর গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওই কর্মকর্তা ।তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানাতে পারে নি পুলিশ।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান ইসলাম শোভন বলেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

(টিবি/এসপি/জানুয়ারি ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test