E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু 

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৭:৪৪:৩৬
গোপালগঞ্জে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের আঞ্চলিক গবেষণা কেন্দ্রের যাত্রা শুরু 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) আঞ্চলিক গবেষণা কেন্দ্র যাত্রা শুরু করেছে।  

গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিএমআরসির আঞ্চলিক কেন্দ্রটি ৩দিন ব্যাপী চিকিৎসকদের রিসার্স ম্যথডলজি ট্রেনিং প্রধান করে গবেষণার কাজ শুরু করে। গত শনিবার এ ট্রেনিং শুরু হয়। আজ সোমবার এই ট্রেনিং সমাপ্ত হয়েছে।

সামপনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী। এতে ২১ জন সিনিয়র চিকিৎসক অংশ নেন। দেশের খ্যাতনামা চিকিৎসকরা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।

চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী বলেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) প্রথম ও একমাত্র আঞ্চলিক প্রতিষ্ঠান। গত শনিবার থেকে আমরা ৩দিনের রিসার্স ম্যথডলজি ট্রেনিং শুরু করেছি। গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসাপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিএমআরসির আঞ্চলিক কেন্দ্রেটি খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের একটি অংশ অর্থাৎ পদ্মার এ পাড়ের জন্য কাজ করবে। আমরা এখানে ট্রেনিংএ সিনিয়র পর্যায়ের চিকিৎসকদের নিয়ে এসেছি। যারা গবেষণায় আগ্রহী। তাদের ট্রেনিংটি আজ সমাপ্ত হয়েছে। আমরা আশাকরি আমাদের এই বিএমআরসির আঞ্চলিক কেন্দ্রেটি গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। চিকিৎসকদের গবেষণায় সাফল্য আসবে। ভবিষ্যতে এই কেন্দ্রটিকে মডেল ধরে দেশে আরো আঞ্চলিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় চিকিৎসা গবেষণার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। চিকিৎসকদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করার কথা তিনি সব সময় বলছেন। এ ট্রেনিং সেন্টারের মাধ্যমে প্রধানমন্ত্রীর আশা আমরা পূরণ করতে সক্ষম হব।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test