E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ৯৯তম সালানা জলসা শুরু

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৯:০৭:১৮
আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ৯৯তম সালানা জলসা শুরু

পঞ্চগড় প্রতিনিধি : আহমদিয়া মুসলিম জামায়াতের ৯৯তম সালানা জলসা আজ মঙ্গলবার পঞ্চগড়ে শুরু হয়েছে। প্রশাসনের ব্যাপক নিরাপত্তার চাদরে ঘেরা জলসা শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পাঠ এবং সম্মিলিত দোয়ার মাধ্যমে। জলসার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশ ন্যাশনাল আমির আলহাজ্ব মাওলানা আব্দুল আবুল খান চৌধুরী এবং আলহাজ্ব আহমদ তবশীর চৌধুরী (অফিসার জলসা সালানা)। সকাল দশটায় অনুষ্ঠিত জলসার প্রথম অধিবেশনে সভাপতি করেন আহমদীয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমীর আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সালাহ উদ্দিন আহমেদ।জলসায় বর্তমান যুগে কুরআনের ভবিষ্যদ্বানীর পূর্ণতা নিয়ে জ্ঞান গর্ব আলোচনা করেন আলহাজ্ব মোবাশশের উর রহমান।সর্বকালের এবং সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) এই বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমীন।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আহমদীয়া খেলাফতের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব ড.আব্দুল্লাহ শামস বিন তারিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে আহমদী মুসলমানদের ভূমিকা এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ্ব আহমদ তবশীর চৌধুরী।

খাতামান্নিবিয়্যিন এবং আহমদীয়া মুসলিম জামাত বিষয়ক বক্তব্য প্রদান করেন মাওলানা জহির আহমদ।

তিনি বলেন, এ জলসার লক্ষ্য ও মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাতের সদস্যগণ যেন এভাবে বার বার পরস্পর সাক্ষাতের মাধ্যমে নিজেদের মাঝে এমন এক পবিত্র পরিবর্তন সাধন করে যাতে তাদের হৃদয় সম্পূর্ণরূপে পরকালের দিকে ঝুঁকে যায়। আর তাদের ধর্মভীরুতা, তাকওয়া, খোদাভীতি, পরহেযগারী, সহানুভূতি, পারস্পরিক ভালবাসা ও ভ্রার্তৃত্ববোধে তারা যেন অন্যদের জন্য একটা আদর্শে পরিণত হয়। নম্রতা, বিনয় ও সততা যেন তাদের মাঝে সৃষ্টি হয়। আর ধর্মীয় উৎকর্ষের জন্য তারা যেন পরিশ্রমের রাস্তা বেছে নেয়।

(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test