E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন উদ্ধোধন করলেন ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের প্রেসিডেন্ট

২০২৪ ফেব্রুয়ারি ২২ ১৯:১২:৪৬
বাগেরহাটে হার্ট ফাউন্ডেশন উদ্ধোধন করলেন ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের প্রেসিডেন্ট

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে হৃদরোগের বিশ্বমানের আধুনিক চিকিৎসার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে বাগেরহাট হার্ট ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট বিএমএ অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে এই হার্ট ফাউন্ডেশনের উদ্ধোধন করেন বিশ্ব হার্ট ফেডারেশনে প্রেসিডেন্ট প্রফেসর ডা. জগৎ নারুলা ও বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী।

যুক্তরাষ্ট্রের লাসভেগাস ইউনিভাসিটির কার্ডিয়লোজির বিভাগীয় প্রধান ও বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের আহবায়ক চৌধুরী হাফিজুল আহসানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশ্ব হার্ট ফেডারেশনে প্রেসিডেন্ট ও বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতিকে বাগেরহাটে আসায় তাদের সংবর্ধনাও জানান হয়।

বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্ধোধন অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব করোনারি এনজিওপ্লাষ্ট ইন্টারভেনশনের সভাপতি প্রফেসর ডা. একে এম ফজলুর রহমান, জাতীয় হৃদরোগ ইনিষ্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীর জামালউদ্দিন, ইউনাইটেড হাসপাতালের অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, যুক্তরাষ্ট্রের আলন স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক প্রফেসর শওকাক আলী খান, লাবএইড কার্ডিয়াক হাসপাতারের ডা. মাহবুবুর রহমান, সন্ধানীর প্রতিষ্ঠাতা বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক ডা. মোশাররফ হোসেন মুক্ত।

অনুষ্ঠানে জানান হয়, সরকারী ও বেসরকারী উদ্যোগে বাগেহাট-খুলনা মহাসড়কের পাশে বারাকপুরে ৭ একর জমির উপর বাগেরহাট হার্ট ফাউন্ডেশন নির্মানে প্রাথমিক ভাবে ব্যায় হবে ৫০০ কোটি টাকা। বাগেরহাট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণ কাজ শেষে হলে বাগেরহাটসহ দেশের দক্ষিণাঞ্চলেন মানুষকে হৃদরোগের বিশ্বমানের আধুনিক চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে। প্রাথমিক অবস্থায় শহরের পুরাতন বাজারে ডা. মোশাররফ হোসেন মুক্ত ভবনে বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে হৃদরোগের প্রাথকিম চিকিৎসা দেয়া হবে।

(এস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test