E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিপিএম পদকে ভূষিত পঞ্চগড় পুলিশ সুপার

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৬:২৬:৩১
পিপিএম পদকে ভূষিত পঞ্চগড় পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : এবছর পিপিএম পদকে ভূষিত হয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা (পিপিএম)। যিনি ২৭তম বিসিএস ক্যাডার। সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ২০০৮ সালে। তাঁর বাবা মো. নূরুল হুদা একজন বীরমুক্তিযোদ্ধা। বাবা দীর্ঘদিন  ফরিদপুর জেলার সদরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ছিলেন। মাতা মিসেস হোসনে আর হুদা ছিলেন সুগৃহিণী। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাবুরচর গ্রামের সিরাজুল হুদা ১৯৯৬ সালে এসএসসি, ১৯৯৮ সালে এইচএসসি ও ১৯৯৯-২০০০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এলএলএম পাশ করেন। 

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি হাজী মুহম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন। ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেন, ২০২২ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। ইতোপূর্বে তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার জেলায় এএসপি (সার্কেল) হিসেবে এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস হিসেবে দীর্ঘ সময় কর্মরত ছিলেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর তিনি ২০২২ সালের ২৭ আগস্ট পঞ্চগড় জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি ২০১৫ সালে পিপিএম (সাহসিকতা) পদক লাভ, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে আইজিপিস ব্যাজ পাওয়ার গৌরব অর্জন করেন। বর্তমান কর্মস্থল পঞ্চগড়ের সুধিমহল তাঁকে মানবিক পুলিশ হিসেবে সম্মান করেন।

(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test